Inu_1সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যারহস্য উদঘাটন না হওয়ায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷ তিনি বলেন, এটা প্রশাসনের একটি ব্যর্থতা৷ এ ব্যর্থতা গণমাধ্যমের সব সদস্যদের পীড়িত করে৷

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে তথ্যমন্ত্রণালয়ে এক বৈঠকে তিনি এসব কথা বলেন৷ তথ্যমন্ত্রী বলেন, আগামী ১০ দিনের মধ্যে সাগর-রুনী হত্যারহস্য নিয়ে প্রশাসনিকভাবে সর্বশেষ অগ্রগতি নিয়ে একটি বিবৃতির ব্যবস্থা করা হবে৷ পাশাপাশি দেশের সাংবাদিক হত্যাকান্ডের একটি তালিকাও তথ্যমন্ত্রীকে দেয়ার আহ্বান জানান তিনি৷

মন্ত্রী বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনীর একমাত্র সনত্মান মেঘের দায়িত্ব নেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণার বাসত্মবায়নে উদ্যোগ নেয়া হবে৷ আগামী ১০ দিনের মধ্যেই এ বিষয়ে জানানো হবে৷  অস্বচ্ছল সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, অস্বচ্ছল সাংবাদিকদের জন্য তথ্য মন্ত্রণালয়ের ১ কোটি টাকার তহবিল ব্যবস্থাপনায় আরো নজরদারি বাড়ানো হবে, যাতে অস্বচ্ছল সংবাদিকরা বঞ্চিত না হন৷

গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদেরকে ওয়েজবোর্ডে বেতন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, যেসব গণমাধ্যম এখনও ওয়েজবোর্ড বাসত্মবায়ন করেনি, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে৷  তিনি বলেন, সরকারের ঘোষিত অষ্টম ওয়েজবোর্ড বাসত্মবায়নে ইতিমধ্যেই একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে৷ এ সেলের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই যেসব গণমাধ্যম এখনো ওয়েজবোর্ড বাসত্মবায়ন করেনি, সেগুলোর মালিক ও প্রকাশকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে৷

এ সময়ে ডিআরইউ’র সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খানসহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন৷