indexদশ ট্রাক অস্ত্র মামলা নিয়ে বেগম খালেদা জিয়াকে জড়িয়ে সংসদে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যকে মিথ্যা ও অসত্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে সদ্য কারামুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, এ বক্তব্যের মাধ্যমে তিনি সত্যকে আড়াল করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চান। মির্জা আলমগীর বলেন, দেশের জনগণ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশপ্রেম সম্পর্কে অবহিত। এ বিষয়ে নতুন কোনো তথ্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলাকারী ছাত্রলীগের অস্ত্রধারীদের আটক না করার প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অবৈধ সরকার প্রধানের প্রশ্রয় পেয়েই তারা আরো বেপরোয়া হয়ে উঠছে। প্রধানমন্ত্রী এসব সন্ত্রাসীকে গণতান্ত্রিক আন্দোলন দমনে লেলিয়ে দিচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, সরকারের মন্ত্রীরা বিচার বিভাগের ওপর প্রভাব বিস্তার করতে বিচারকদের ফোন করছে। বিচার বিভাগের ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপের এটি জলন্ত উদাহরণ। তারা এভাবেই বিচার বিভাগকে দলীয়করণ করার মাধ্যমে এর স্বাধীনতা হরণ করছে।