image_50076.ranveer-deepikabiggবলিউডের অভিনেতা রণভীর সিং এবার জানিয়েছেন দীপিকা পাড়ুকোন তার জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ। এ বিষয়ে এক প্রতিবেদনে বিস্তারিত জানিয়েছে হিন্দুস্তান টাইমস।সম্প্রতি রণভীর তরুণদের এক ভিড়ের মধ্যে স্বীকারোক্তি করেছেন যে, তিনি যৌনতা ছাড়া প্রেরণা পান না। এ নিয়ে মিডিয়ায় তাকে নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। অনেকে প্রশ্ন করেছেন তার এ কাজে সঙ্গী কে?দীপিকা তার জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ -এ মন্তব্য করার সময় রণভির অবশ্য মনে করিয়ে দিয়েছেন যে, তারা শুধুই বন্ধু, অন্য কিছু নয়।

রণভীর বলেন, ‘দীপিকা আমার জীবনে বিশেষ ভূমিকা ধারণ করেছেন। সে এমন একজন মানুষ, যাকে আমি অনেক সম্মান করি, যে আমার কাছাকাছি হয়ে উঠেছে। সে অসাধারণ মানুষ। তার প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে।’

রণভীর আরো বলেন, ‘আমরা বন্ধু। আমরা একসঙ্গে ঘুরি এবং বেড়াতে যাই। এছাড়াও আরো অনেক মানুষের সঙ্গে ঘুরি এবং বেড়াতে যাই। কিন্তু তারা দীপিকার মতো বিখ্যাত নয়। আমি তার সঙ্গ উপভোগ করি।’
২৮ বছর বয়সি অভিনেতা রণভীর যদিও বলেন, তিনি এখনো একা আছেন এবং কারো সঙ্গে মেলামেশা করার জন্য প্রস্তুত আছেন। রণভীর ও দীপিকা একত্রে রামলিলা সিনেমায় অভিনয় করেছেন।