05-arvind-kejriwal-delhi-cm-602জনলোকপাল বিল পাস না করা হলে পদত্যাগের হুমকি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল। এ মন্তব্য করে কেন্দ্রের সঙ্গে আরও মুখোমুখি অবস্থানে উপনীত হয়েছেন কেজরিওয়াল। এদিকে কংগ্রেস স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে অসাংবিধানিক একটি বিল পাসে কোন সমর্থন থাকবে না তাদের। দিল্লি সাহিত্য উৎসব ২০১৪-তে উপস্থিত হয়ে কেজরিওয়াল এক সাক্ষাৎকারে বলেন, জনলোকপাল ও স্বরাজ বিল আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এসব বিল যদি পাস না হয়, আমার ক্ষমতায় থাকার কোন যৌক্তিকতা নেই। আমি পদত্যাগ করবো। কেজরিওয়াল বলেছেন, দুর্নীতিবিরোধী বিলগুলো পাস না করা হলে জনগণ কংগ্রেস ও বিজেপিকে উচিত শিক্ষা দেবে। তিনি দাবি করেন, আমরা অ্যাসেম্বলিতে ৫০টিরও বেশি আসন পাবো। কংগ্রেসের যে ৮ অ্যাসেম্বলি সদস্য বাইরে থেকে এএপি’র প্রতি তাদের সমর্থন দিচ্ছেন, তাদের মধ্যে একজন দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান অরবিন্দর সিং। তিনি বলেছেন, আমরা বরাবরই বলেছি যে জনলোকপাল বিলটি আইন অনুযায়ী হলে আমরা সমর্থন জানাবো। কিন্তু অ্যাসেম্বলিতে বিল উত্থাপনের ক্ষেত্রে নিয়মসমূহ লঙ্ঘন করা হয়েছে এবং সেটা মেনে নেয়া যায় না। অরবিন্দর সিং আরও বলেন, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সংবিধানের ঊর্ধ্বে নন। যদি কেজরিওয়াল দাবি করেন তিনি একজন ‘আম আদমি’ বা সাধারণ মানুষ, তবে সেভাবেই তার আচরণ করা উচিত এবং সংবিধানের চেয়ে বড় হওয়ার চেষ্টা করা উচিত নয়। এদিকে কেজরিওয়াল বলেছেন, কেন্দ্র যে লোকপাল বিল পাস করেছে তা অকার্যকর। তিনি বলেন, ওই আইনে একটি ইঁদুরকেও ধরা এবং তাকে শাস্তি দেয়া সম্ভব হবে না।