
শোনা গেছে, গড়াতে গড়াতে একতা কাপুর তাঁর নতুন ছবি ‘রাগিনি এমএমএস টু’-এর মুক্তির তারিখ ফেলেছেন ২১ ফেব্রুয়ারি ৷ আর এই দিনই মুক্তি পেতে পারে সতীশ কৌশিক পরিচালিত ছবি ‘গ্যাং অব গোস্ট’৷ সমালোচকারা মনে করছেন, দু’টি ছবির মধ্যে লড়াই হওয়াটা বেশ স্বাভাবিক ৷
একদিকে সানি লিওনের এমএমএস টু ইতিমধ্যেই ট্রেলার, প্রোমোশনের মাধ্যমে জনপ্রিয় ৷সানি লিয়নের রয়েছে আলাদা দর্শক ৷অন্যদিকে সতীশের ‘গ্যাং অব গোস্ট’-এর গল্পটাই নাকি তুরুপের তাস ৷সঙ্গে একজন ভালো অভিনেতাও রয়েছে ছবিতে ৷সতীশের কথা অনুযায়ী ‘গ্যাং অব গোস্ট একতার ছবি থেকে একেবারেই অন্যরকম ৷একে কখনই ভূতের বা ভয়ের ছবি বলা যায় না ৷তাই এমএমএসের সঙ্গে এর লড়াই হওয়াটা নিছকই বাজে গুজব ৷সানির এমএমএস একেবারেই হরর ছবি, যার মধ্যে সেক্স ভরপুর ৷’ সূত্র : কলকাতা ২৪