
দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে নোয়াখালীর ৫টি উপজেলায় চেয়ারম্যান ১০জন ভাইস চেয়ারম্যান ৭ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জনসহ মোট ১৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ, চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার মোট ১৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। মনোনয়ন পত্র প্রত্যাহার হওয়ায় পর ৫টি উপজেলার প্রার্থীগণ হলো, কবিরহাট উপজেলায় চেয়ারম্যান প্রার্থী কামরুন্নাহার শিউলি (আ’লীগ), মোহাম্মদ ইলিয়াস (বিএনপি), এড. আজিজুল হক (জাপা)। ভাইস চেয়ারম্যান মফিজ উল্লা বিকম (আ’লীগ), আরাফাতের রহমান হাসান (বিএনপি), জহিরুল হক জহির (স্বতন্ত্র)। সংরক্ষিত মহিলা ভাইস চেয়াম্যান বিবি জয়নব রিতু (আ’লীগ), শাহানা আক্তার (বিএনপি)। সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান আ ফ ম আনোয়ারুল হক কামাল (বিএনপি), আ ফ ম বাবুল (আ’লীগ), খন্দকার রুহুল আমিন (বিদ্রোহী আ’লীগ), সাখওয়াত হোসেন (বিদ্রোহী বিএনপি), আবু নাঈম ওয়াজেদ (বিদ্রোহী আ’লীগ), বেলাল হোসেন (বিদ্রোহী আ’লীগ)। ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন (আ’লীগ), আলমগীর হোসেন (বিএনপি), শাহাব উদ্দিন (জামায়াত), ফখরুল ইসলাম (বিদ্রোহী বিএনপি), নুরুল আলম (বিদ্রোহী বিএনপি), ইকবাল হোসেন (বিদ্রোহী আ’লীগ), আলমগীর কবির (জেএসডি), সালেহ আহমেদ (স্বতন্ত্র)। মহিলা ভাইস চেয়াম্যান পারভিন আক্তার (বিএনপি), রাশেদা ইসলাম লাকী (আ’লীগ)।সদর উপজেলা চেয়ারম্যান মাহবুব আলমগীর আলো (বিএনপি) এডভোকেট শিহাব উদ্দিন শাহিন (আ’লীগ), হাবিবুর রহমান রয়েল (বিদ্রোহী আ’লীগ), এস এম শওকত রেজা চৌধুরী আরমান (বিদ্রোহী আ’লীগ), ছলিম উল্লাহ (জাসদ)। ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান (বিএনপি), দিলদার উদ্দিন চৌধুরী (আ’লীগ), মো. আমির হোসেন (নাগরিক কমিটি), কাজী জানিয়াত চৌধুরী (বিদ্রোহী আ’লীগ), নূর হোসেন (বিদ্রোহী আ’লীগ), আবু বক্কর সিদ্দিক (জাপা)। মহিলা ভাইস চেয়ারম্যান নিলুপা মমিন (আ’লীগ), শামীমা আক্তার (জামায়াত), রাশেদা পারভীন (বিএনপি)। কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল (আ’লীগ), হুমায়ুন কবির পলাশ (বিএনপি), আহছান উল্যাহ (স্বতন্ত্র)। ভাইস চেয়াম্যান আজম পাশা (আ’লীগ), জাহাঙ্গীর আলম (বিএনপি)। মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন (আ’লীগ), নাঈমা ফেরদৌস (বিদ্রোহী বিএনপি), ফাতেমা আক্তার নয়ন (বিএনপি)। চাটখিল উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন (বিএনপি), জাহাঙ্গীর কবির (আ’লীগ), সাজ্জাদ আহম্মেদ চৌধুরী (বিদ্রোহী আ’লীগ), আহম্মদ হোসেন (বিদ্রোহী আ’লীগ)। ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের (আ’লীগ), মো. মহি উদ্দিন হাসান (জামায়াত), নাজমুল আলম (জাপা)। মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আনোয়ার (বিএনপি), রোজিনা আক্তার রোজি (আ’লীগ)। উল্লেখ্য: উপজেলা গুলোতে আগামী ২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।