image_78139_0_70709বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ ১ হাজার ৯০০ কোটি ডলারের মাইলফলক স্পর্শ করলো। বুধবার সন্ধ্যায় হোটেল রূপসী বাংলায় সৃজনশীল প্রকাশকদের পুনঃঅর্থায়ন সুবিধার ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। গভর্ণর বলেন, রপ্তানি আয়ের প্রবৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি এবং আমদানি কমে যাওয়ার কারণে অর্থনীতি শক্তিশালী হয়েছে। ফলে রিজার্ভ বেড়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বুধবার দিন শেষে রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। বৈদেশিক মুদ্রার এ মজুদ পাকিস্তানের প্রায় দ্বিগুন এবং সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এই রিজার্ভ দিয়ে প্রায় সাত মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
উল্লেখ্য, ২০০৯ সালের ১০ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলার। গত বছরের ৭ মে তা ১৫ বিলিয়ন ডলার অতিক্রম করে। আর গত ১৯ ডিসেম্বর প্রথমবারের মত বিদেশি মুদ্রার সঞ্চয় ১৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। উল্লেখ্য সরকার সাম্প্রতিক সময়ে রিজার্ভ ভেঙে পদ্মা সেতু নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। সেতু বিভাগ ইতোমধ্যে অর্থমন্ত্রী ২শ কোটি ডলার বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছে বলে জানা গেছে।