image_54571.boimela
জমে উঠছে একুশে বইমেলা

আজ অমর একুশে। ভাষার মাসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে লাখো মানুষ জড়ো হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। একই সঙ্গে একুশের বইমেলাতেও ভিড় বাড়ছে ধীরে ধীরে। পুরো এক মাসের বইমেলা আজকের দিনটিতে ব্যাপক জমবে বলে আশা প্রকাশ করেছেন দোকানিরা। ভাষা দিবস এবং ছুটির দিন হিসেবে আজ শুক্রবার সকাল ৮টায় অমর একুশে গ্রন্থমেলার দ্বার খুলে দেওয়া হয়েছে।
বিগত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে ২১ ফেব্রুয়ারির দিনই সবচেয়ে বেশি বই বিক্রি করে দোকানিরা। এ বছরও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন তাঁরা।
মেলা ঘুরে দেখা গেছে, সব দোকানই খুলে গেছে। প্রতিটি দোকানেই পাঠকরা বই দেখছেন। সকাল সকাল কাটতি কম হলেও নামাজের পর থেকেই মেলা জমে উঠবে বলে জানান স্টলের মালিকরা। যারা এখন পর্যন্ত বইমেলায় যেতে পারেননি, তারাও আজ একুশের চেতনায় উজ্জীবিত হয়ে মেলামুখী হচ্ছেন। সবার সাজ-পোশাকেও আজ শোকের আবহ। বই বিক্রিতে আজ শুক্রবার রেকর্ড গড়তে চায় মেলার দোকানিরা।
এর আগে মেলার দ্বার খুলে দেওয়ার আগেই সকাল সকাল বইমেলা ও টিএসসি মোড়ে অসংখ্য মানুষ ভিড় করতে থাকেন। অনেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে সরাসরি বইমেলায় আসছেন।