কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাত ১২টা ১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট । এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী । এ সময় তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের পক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ।বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের সাথে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।এরপর বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ দলীয় নেতাদের নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্যরা, তিন বাহিনীর প্রধান, কূটনীতিকরা শহীদ মিনারে তাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।এরপর থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শুরু করেন। গুলশানের বাসভবনের সামনে অতিরিক্তি পুলিশ মোতায়েন করার কারণে খালেদা জিয়া বের হতে পারছেন না এমন খবর জানা গেলেও রাত ১টা ২২ মিনিট এ দিকে তিনি শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন।