12844_foysalব্র্যাকের চিকিৎসক ডা. সাজিয়া  আফরিন ইভাকে শারিরিক নীপিড়ন ও  হত্যা মামলায় ওই ক্লিনিকের কেয়ারটেকার ফয়সালের (৩০) মৃত্যুদ- কার্যকরের নির্দেশ দিয়েছেন ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বুধবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক এ রায় দেন। এ সময় আসামি ফয়সালকে কারাগারে থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার উপস্থিতিতেই এ রায় দেওয়া হয়। তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। রায় ঘোষণার আগে চার্জশিটভুক্ত ১৯ সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য নেয় ট্রাইব্যুনাল। ২০১২ সালের ২৯শে নভেম্বর দিবাগত রাতে রাজধানীর দক্ষিণ খান থানার আমতলা ব্র্যাক ক্লিনিকের ৩য় তলায় ডিউটিরত ডাক্তার সাজিয়া আফরিন ইভা (২৭) কে নীপিড়নের চেষ্টা চালান কেয়ারটেকার ফয়সাল। এ সময় ইভা বাধা দিলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পর মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), গোয়েন্দা (ডিবি) ও দক্ষিণ খান থানা পুলিশের যৌথ অভিযানে ২০১২ সালের ১লা ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। পরে ফয়সাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের কাছে ডা. ইভা হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।