2বরিশাল সদর আসনের এমপি ও সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরণকে  বৃহস্পতিবার রাতে  সিংগাপুর থেকে দেশে ফিরিয়ে আনার পরে রাত ১টার দিকে ঢাকায় অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক গোলযোগে কারণে ব্যাংকক বিমান বন্দরে জরুরী অবতরণ করার পরে সেখান থেকে বিকল্প এয়ার অ্যাম্বুলেন্সে রাত ১২টার দিকে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। হজরত শাহ জালাল (রঃ) বিমান বন্দরে শিল্প মন্ত্রী আমীর হোসেন আমু ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন। ঢাকায় পৌছার পর পরই তাকে এ্যপলো হাসপাতালে ভর্তি করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানা গেছে। তবে গত ১৪দিন সংজ্ঞাহীন হিরণের কিডনি কাজ করছে না বলে তার চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া তার বুকে কিছুটা কফ জমেছে।এদিকে আজ যেকোনো সময়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ শওকত হোসেন হিরণকে দেখতে এ্যপলো হাসপাতালে যেতে পারেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এছাড়া হাসপাতালের একটি মেডিকেল বোর্ড আজ হিরণের চিকিৎসা বিষয়য়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বৈঠকে বসছেন বলেও তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। পা পিছলে পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পরে গত ২২মার্চ রাত থেকে বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন হিরণের আর জ্ঞান ফেরেনি। গত ২৩মার্চ ঢাকায় এ্যপলো হাসপাতালে ও ২৫মার্চ পুনরায় সিংগাপুরের একটি হাসপাতালে দু-দফায় তার মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত অপসারণ করা হয়। তবে গত ১৪দিনে তার জ্ঞান ফেরেনি। নতুন করে কিডনি অনেকটাই অকার্যকর হয়ে পড়া সহ বুকে কফ জমে যাওয়ায় তার চিকিৎসা সংশ্লিষ্ট-গন অনেকটাই হতাশ হয়ে পড়েছেন বলে জানা গেছে। যেকোনো পরিস্থিতির জন্য পরিবারের সকলকে প্রস্তুত থাকতেও বলা হয়েছে।