1দৈনিক বার্তা: বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে দ্রুত খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। একই সঙ্গে এ ধরনের ঘটনা কেন ঘটছে এবং কারা ঘটাচ্ছে, তা বের করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এসব তথ্য জানিয়ে আসাদুজ্জামান খান দৈনিক বার্তাকে বলেন, ‘দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী টেলিফোনে আমাকে জানান, নারায়ণগঞ্জে অবস্থিত রপ্তানিমুখী পোশাক কারখানার একজন উচ্চপদস্থ কর্মকর্তা অপহূত হয়েছেন। তিনি পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টা জানার পরই আমি পুলিশের মহাপরিদর্শক (আইজি), র‌্যাবের মহাপরিচালক (ডিজি) ও পুলিশের বিশেষ শাখার প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। কেন এসব ঘটনা বাড়ছে, তা-ও তাঁদের কাছে জানতে চেয়েছি।’
আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে অস্ত্রের মুখে দুর্বৃত্তরা আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে যায়। তাঁর গাড়ির চালক রিপন মিয়া জানান, বেলা আড়াইটার দিকে আবু বকর সিদ্দিক তাঁর কর্মস্থল নারায়ণগঞ্জের রপ্তানিমুখী পোশাক কারখানা হামিদ ফ্যাশন থেকে বের হন। তাঁকে নিয়ে গাড়িতে করে তিনি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ধরে ঢাকার বাসায় ফিরছিলেন।