1মোস্তাফিজুর রহমান টিটু/দৈনিক বার্তা: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চারলেন সম্প্রসারণ কাজ করার সময় তিতাস গ্যাসের বিতরণ লাইনের পাইপ ফেটে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় অর্ধশত দোকানপাট, একটি মসজিদ ও দুটি বাড়ি পুড়ে গেছে।

রাত সোয়া ৯টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল।
এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চারলেন সম্প্রসারণ কাজ চলছিল। এসময় ভেক্যু দিয়ে মাটি খনন কালে মাটির নিচের তিতাস গ্যাসের বিতরণ লাইনের বড় পাইপ ছিঁড়ে গেলে বিপুল পরিমান গ্যাস নির্গত হতে থাকে। মুহুর্তেই নির্গত গ্যাসে আগুন ধওে গেলে ভয়াবহ আকার ধারন করে। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়লে লোকজন দিকবিদিক ছুটাছুটি শুরু করে। আগুনে ওই বাজারের হকার্স মার্কেটের প্রায় অর্ধশত দোকানপাট, বাজার জামে মসজিদ ও কয়েকটি বাড়ি-ঘর পুড়ে যায়। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছলেও গ্যাসের আগুনের তীব্রতার কারনে আগুন নেভাতে গিয়ে বিপত্তিতে পড়ে। পরে গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে আগুনের তীব্রতা হ্রাস পায়। তবে রাত সোয়া ৯ টায় এ এ রিপোর্ট লিখা পর্যন্ত আগুন জ্বলছিল। আগুনের ভয়াবহতার কারনে রাত সোয়া ৯টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। মহা সড়কের উভয় দিকে যানবাহন আটকে পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ ব্যাপারে তিতাস গ্যাসের পরিচালন ও রক্ষণাবেক্ষণ কর্মকর্তা জানান, শীঘ্রই আগুন নেভানো সম্ভব হবে। আগুন নিভানোর পরই গ্যাস লাইনের মেরামত করা হবে।