2দৈনিক বার্তাঃ একরামুল হক একরাম হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীকে গ্রেফতার দাবিতে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ফেনী-ফুলগাজী-পরশুরাম সড়কে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। সংগঠনের সাধারণ সম্পাদক আবুদল আলীম মিছিলে নেতৃত্ব দেন। এর ফলে ফেনী পরশুরাম সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এরা একরাম সমর্থক বলে এলাকায় পরিচিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম বলেন, একরাম হত্যাকাণ্ডের ঘটনায় সংসদ সদস্য নিজাম হাজারীসহ সবাইকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে। মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন।