পিঠে প্রচন্ড আঘাত পেয়ে এবারের মতো বিশ্বকাপ শেষ হয়ে গেছে ব্রাজিল সুপারস্টার ফরোয়ার্ড নেইমারের। তার অসংখ্য ভক্ত এ ঘটনায় মর্মাহত। কেবল তাই নয়। নেইমার মাঠে যাদের সঙ্গে বল নিয়ে দৌড়ান সেই লিওলেন মেসি, মেসুত ওজিল, বাস্তেইন শোয়েনস্টাইগার, পাতোর মতো তারকারা তার প্রতি জানিয়েছেন সহমর্মিতা। আজ মেসির তার অফিসিয়াল ফেইসবুক পেইজে নেইমারের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন, দ্রুত সেরে ওঠো বন্ধু নেইমার। এদিকে নেইমারের এ ঘটনায় কিংবদন্তি ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনাও উদ্বেগ প্রকাশ করেছেন। ভেনেজুয়েলার একটি টেলিভিশনকে ম্যারাডোনা বলেছেন, এটা ভয়াবহ একটা ব্যাপার। কেবল ব্রাজিলের জন্যই নয়, গোটা ফুটবল দুনিয়ার জন্যই এটা উদ্বেগের বিষয়। বিশ্বকাপ হচ্ছে নেইমারের দেশের মাটিতে। গোটা দেশের অনেক প্রত্যাশা ছিল তার ওপর। শনিবার কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যাচের ৮৮ মিনিটে মারাত্মক আঘাত পান তিনি। প্রতিপক্ষের খেলোয়াড় জন জুনিগার আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিতে হয়। ফোর্তালেজার স্থানীয় হাসপাতালে নিয়ে পরীক্ষার পর তার কোমরের হাড্ডিতে চিড় ধরা পড়েছে। এতে বিশ্বকাপে আর মাঠে নামতে পারবেন না তিনি। ডাক্তার জানিয়েছেন, অপারেশন করা লাগবে না কিন্তু মাঠে নামার কোন সুযোগ আপাতত নেই।
‘দ্রুত সেরে ওঠো বন্ধু’
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
ইনফিনিক্স ও পাম পে’র অংশীদারিত্বে কার্ড ছাড়াই কিস্তিতে কেনা যাবে স্মার্টফোন
বর্তমান বিশ্বে স্মার্টফোন মানুষের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। স্মার্টফোনকে তাই আরও সহজলভ্য করতে এবং সবার হাতের নাগালে পৌঁছে দিতে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স, বৈশ্বিক...
শাওমি নিয়ে এলো বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৪
বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্রান্ড এবং গ্লোবাল টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে নিয়ে আসলো বহুল প্রতীক্ষিত শাওমি রেডমি নোট ১৪। ফ্ল্যাগশিপ মানের এই...
ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স স্মার্টফোন আনল রিয়েলমি
বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন আনল রিয়েলমি। নোট ৬০এক্স নামের আকর্ষণীয় মূল্যের এ ফোনটিতে থাকছে আকর্ষণীয় ড্রপ প্রোটেকশন ফিচার। ৪৮ মাস নিরবচ্ছিন্নভাবে স্মার্টফোনটি ব্যবহার করতে...
রিয়েলমি সি৭৫ এর চমক দেখল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
রিয়েলমির সর্বশেষ ডিভাইস সি৭৫ নিয়ে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। স্থায়িত্ব ও পানিরোধী পারফরমেন্সের অভিজ্ঞতা সরাসরি দেখানোর মাধ্যমে ডিভাইসটির সাথে শিক্ষার্থীদের...
চতুর্থ প্রজন্মের পরমাণু চুল্লী প্রযুক্তি বাস্তবায়নে রসাটমের সাফল্য
পরবর্তী প্রজন্মের ফাস্ট নিউট্রন রিয়্যাক্টরের জন্য জ্বালানী তৈরিতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে রাশিয়ার রাস্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটম। চতুর্থ প্রজন্মের বিএন-১২০০ রিয়্যাক্টরের জন্য ইউরেনিয়াম-প্লুটোনিয়াম ভিত্তিক...