saudi-arabian-couple

দৈনিক বার্তা-নিজস্ব সংবাদদাতা, রিয়াদ :  সৌদি পুরুষদের জন্য চারটি দেশের নারীদের বিয়ে করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে আইন প্রণয়ন করেছে সৌদি সরকার। আর এই চারটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশের নামও। মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সৌদি গেজেট। মক্কাভিত্তিক একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, পাকিস্তান, বাংলাদেশ, শাদ ও মিয়ানমারের নারীদের বিয়ে করার ব্যাপারে সৌদি নাগরিকদের প্রতি দেশটিতে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। মক্কা পুলিশের পরিচালক মেজর জেনারেল আসাফ আল-কুরেশিও এই তথ্য নিশ্চিত করেছেন। অনানুষ্ঠানিক পরিসংখ্যানের সূত্র থেকে জানা যায়, এই চারটি দেশের প্রায় পাঁচ লাখ নারী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। সৌদি সরকারের সদ্যপ্রণীত এই আইনটিকে সামনে রেখে প্রশ্নও উত্থাপন করেছে মক্কার দৈনিকটি: কেন শুধু এই চারটি দেশের নারীদের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? শুধু এই চারটি দেশের অভিবাসী নারীরাই কেন এই আইনের শিকার হবেন? অন্য দেশের নারীদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে? তবে এই চারটি দেশের নারীদের বিয়ে করার ওপর নিষেধাজ্ঞা জারি করলেও অন্য যেকোনো দেশের নারীদের বিয়ে করার ক্ষেত্রেও কঠোর নিয়মনীতি মেনে চলতে হবে সৌদি পুরুষদের। যেমন, ইসলামি শরিয়াহ অনুযায়ী- দ্বিতীয় বা ততোধিক বিয়ে করার জন্য প্রথম স্ত্রী’র কাছ থেকে সৌদি পুরুষদের কোনো ধরনের অনুমতি গ্রহণ করেন না। কিন্তু নতুন এই আইনের কারণে সৌদি আরব ছাড়া অন্য যেকোনো দেশের নারীদের বিয়ে করতে হলে সেই নারীর ব্যক্তিগত জীবনের সমস্ত তথ্য প্রথম স্ত্রীকে জানিয়ে অনুমতি নিতে পারলেই তাকে বিয়ে করতে পারবেন সৌদি পুরুষরা। এছাড়া, অন্য দেশের নারীদের বিয়ের ক্ষেত্রে স্বামী ও স্ত্রী’র বয়েসের পার্থক্য কোনো অবস্থাতেই ২৫ বছরের বেশি হতে পারবে না বলেও আইনটিতে উল্লেখ করা হয়েছে। এই আইন সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি সৌদি কর্তৃপক্ষ।