নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান-1

দৈনিকবার্তা- কলাপাড়া(পটুয়াখালী),১৭আগষ্ট : শাজাহান খান বিএনপির আমলে দেশে নৌ-দুর্ঘটনা সবচেয়ে বেশি হয়েছে আর আওয়ামী লীগ সরকার সেটি কমিয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান৷নৌ দুর্ঘটনা রোধে সরকার এখন কঠোর থেকে কঠোরতর হবে৷ লঞ্চমালিকদের কাছে যাত্রীরা অসহায় হয়ে পড়েছে৷ এ ক্ষেত্রে লঞ্চমালিকদের কোনো হুমকির কাছে মাথা নত করবে না সরকার৷

রোববার সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পাঞ্জুপাড়া গ্রামে ‘লাইট হাউস ও কোস্ট রেডিও স্টেশনের ভিত্তিফলক স্থাপন করা হয়৷ শাজাহান খান প্রধান অতিথি হিসেবে ভিত্তিফলক উন্মোচন করেন৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন৷ নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন সমুদ্র পরিবহন অধিদপ্তরের জিএমডিএসএস ও ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম প্রকল্পের মাধ্যমে লাইট হাউস ও কোস্ট রেডিও স্টেশনের বাস্তবায়ন করা হচ্ছে৷

মন্ত্রী অভিযোগ করে বলেন, ২০১৩ সালে যারা দেশে নৈরাজ্য করেছে, যুদ্ধাপরাধীর বিচারের মতো তাদেরও কাঠগড়ায় দাঁড়াতে হবে৷ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে খালেদা জিয়া আঁতাত করে বাংলাদেশ চালাতে চাইছেন৷শাজাহান খান বলেন, কারও প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না৷ সংবিধান মোতাবেক বাংলাদেশ চলবে, জনগণের মতামতের ভিত্তিতে বাংলাদেশ চলবে৷

লাইট হাউস ও কোস্ট রেডিও স্টেশনের ভিত্তিফলক স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর এম জাকিউর রহমান ভূঁইয়া পিএসসি বিএন৷ এতে প্রধান অতিথির বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান৷ বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ মো.মাহবুবুর রহমান৷ এ ছাড়া বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সোহরাব হোসেন শেখ ও কলাপাড়া পৌরসভার মেয়র এস এম রাকিবুল আহসান প্রমুখ৷

সমুদ্র পরিবহন অধিদপ্তরের মেরিন চিফ ইঞ্জিনিয়ার ও লাইট হাউস প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম নাজমুল হক জানান, গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে অনেক সময় জেলেরা পথ হারিয়ে ফেলেন এবং বিপত্গামী হন৷ লাইট হাউস ও কোস্ট রেডিও স্টেশন চালু হলে জেলেদের সুবিধা হবে৷ কারণ জেলেরা সমুদ্র থেকে এই লাইট হাউসকে চিহ্নিত করে মাছ ধরে কিনারায় ফিরতে পারবেন৷

এস এম নাজমুল হক আরও বলেন, কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে পায়রা সমুদ্রবন্দর স্থাপিত হয়েছে৷যখন এ বন্দরটি পুরোপুরি চালু হবে,তখন এই বন্দরে বিদেশি জাহাজ আসবে৷ বিদেশি জাহাজগুলো গভীর সমুদ্র থেকে ওই লাইট হাউসকে দেখে তীরে ফিরতে পারবে৷

তিনি আরও বলেন, বাংলাদেশের সমুদ্রসীমায় যেসব জাহাজ চলাচল করে, সেগুলোর সঙ্গে বার্তা আদান-প্রদান, সমুদ্রের ভেতরে যদি কোনো জাহাজ বিপদে পড়ে, সেগুলোর উদ্ধারকার্যক্রম ও অনুসন্ধান, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর এলাকায় ২৪ ঘন্টা যেসব জাহাজ চলাচল করে, সেগুলোর গতিবিধি নির্ধারণ, আধুনিক নেভিগেশনের সহায়তা ও ভেসেলে ট্রাফিক ব্যবস্থার উন্নতীকরণে কোস্ট রেডিও স্টেশন সহায়ক ভূমিকা পালন করবে৷