indexদৈনিকবার্তা-ঢাকা, ১১সেপ্টেম্বর: রাজধানীর কারওয়ানবাজার সংলগ্ন রেল-লাইনে কাটা পড়ে বৃহস্পতিবার সকালে ৪ জন নিহত হয়েছেন৷এরমধ্যে ঘটনাস্থলে একজন ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিত্‍সাধীন অবস্থায় অন্য দুজন মারা যান৷স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুই রেলপথের উপর দুদিক থেকে ট্রেন আসার সময় লাইনের ওপর বসা ভাসমান মাছবাজারের হতভম্ব ক্রেতা-বিক্রেতারা লাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে৷ এসময় একজন কলা ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন৷

বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন৷ তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিত্‍সকরা জানিয়েছেন৷ কমলাপুর রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ বলেন, সকাল পৌনে ৯টার দিকে কারওয়ানবাজার রেলক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনায় ঘটনাস্থলে এক পুরুষ নিহত হন৷ আহতদের হাসপাতালে নেয়ার পর মারা যান আরো তিনজন৷নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে৷ তিনি হলেন- বরগুনা এলাকার কাওসারের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫)৷নিহত অন্য তিনজনের মধ্যে দুই জন পুরুষ ও একজন নারী৷কারওয়ানবাজারে রেললাইনের উপর প্রতিদিন মাছ নিয়ে বসেন বিক্রেতারা৷

ওসি মজিদ বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা যমুনা এঙ্প্রেস সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কারওয়ানবাজার এলাকায় পৌঁছালে একটি রেললাইনের উপর থেকে ক্রেতা-বিক্রেতারা পাশের লাইনে যাওয়ার চেষ্টা করেন৷ এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া কর্ণফুলি এঙ্প্রেস সেখানে পৌঁছালে দুই ট্রেনের মাঝে পড়েন তারা৷এ সময় ট্রেনের ধাক্কায় অন্তত ১৬ জন আহত হন বলে রেলওয়ের সহকারী পরিচালক (অপারেশন) মো.সাইদুল ইসলাম জানান৷ আহতদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান৷

ঘন্টাখানেক পর চিকিত্‍সাধীন অবস্থায় এক তরুণী, বেলা পৌনে ১১টার দিকে এক পুরুষ এবং বিকাল সোয়া ৪টার দিকে মনোয়ারা মারা যান বলে জানান তিনি৷ মোজাম্মেল জানান, নিহত তরুণীর আনুমানিক বয়স ২২ বছর৷ সালোয়ার কামিজ পরিহিত ওই তরুণীর গায়ে গোলাপী রঙের বোরকা ছিল৷

আর হাসপাতালে নিহত পুরুষের বয়স আনুমানিক ৪৫ বছর৷ সবুজ রঙের গেঞ্জি ও কালো প্যান্ট পরিহিত ওই লোকের হাতে একটি ব্যাগ ছিল৷

চিকিত্‍সাধীন পাঁচ জনের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে৷ তারা হলেন- দুই ফল বিক্রেতা মো. রাকিব (২০) ও তার চাচা ফজলু খান (৪০)৷

ঢাকা মেডিকেল হাসপাতাল সূত্রে জানা গেছে,সকাল সাড়ে ৮টার দিকে তেজগাঁও থানাধীন কারওয়ানবাজার মাঠগাঁও রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে৷ ঘটনাস্থলে একজন নিহত হন৷ আহতদের তাত্‍ক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি৷সূত্র জানায়,জামালপুর থেকে ছেড়ে আসা যমুনা এঙ্প্রেস কারওয়ানবাজার এলাকায় পৌঁছালে একটি রেললাইনের উপর থেকে এসব ক্রেতা-বিক্রেতারা দ্রুত পাশের লাইনে যাওয়ার চেষ্টা করেন৷ এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলি এঙ্ প্রেস সেখানে পৌঁছালে দুই ট্রেনের মাঝে পড়েন তারা৷

মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আটজনকে আনা হয় ৷ এর মধ্যে ৪ জন নারী ও ৪ জন পুরুষ৷হাসপাতালের কর্তব্যরত চিকিত্‍সক সৈয়দা নিয়ামত ইসলাম ফেরদৌসী বেলা পৌনে ১১টার দিকে আহতদের মধ্যে চিকিত্‍সাধীন একজন নারী এ

হাসপাতালের কর্তব্যরত চিকিত্‍সক সৈয়দা নিয়ামত ইসলাম ফেরদৌসী বেলা পৌনে ১১টার দিকে আহতদের মধ্যে চিকিত্‍সাধীন একজন নারী এবং এক পুরুষ মারা যান ৷আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক৷ তেজগাঁও থানার সাব-ইন্সপেক্টর হেদায়েতুলস্নাহ জানান,রেল চলাচল স্বাভাবিক রয়েছে৷

এদিকে, রাজধানীর কারওয়ানবাজারে রেললাইনের ওপর মাছের বাজার আর পাশের জায়গা দখল করে দোকান গড়ে তোলার কারণেই বার বার রেল দুর্ঘটনা ঘটছে সেখানে৷প্রতিদিন ভোর থেকে সকাল দশটা পর্যন্ত পুরো রেললাইনের ওপর বসে মাছের আড়ত্‍ আর রেললাইনের দুই পাশে দোকান থাকার কারণে ট্রেন আসা যাওয়ার মুহুর্তে লোকজন নিরাপদ দূরত্বে যেতে পারেন না৷ যার ফলে বার বার দুর্ঘটনার শিকার হতে হয় সাধারণ লোকজনকে৷

বৃহস্পতিবার সকালে কারওয়ানবাজারে রেললাইনে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও গেটম্যানদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে৷

জিআরপি পুলিশ বলছে, বার বার রেললাইন ও পাশের জায়গায় বাজার-দোকানের বিষয়ে তাগিদ দেওয়ার পরও ব্যবসায়ীরা কোনো কথা শোনেন না৷ তারা রেললাইনের ওপর নির্দ্বিধায় করছেন মাছের ব্যবসা৷স্থানীয় বাসিন্দা আবু বকর বলেন, রেললাইনের ওপর মাছের আড়ত্‍ বসে৷ ভোর থেকে অনেক লোকজন জমা হন সেখানে৷ যখন কোনো ট্রেন আসে বা যায় তখন যে মানুষ নিরাপদ দূরত্বে যাবেন, তার কোনো জায়গা থাকে না৷ দুই পাশের রাস্তায়ই রয়েছে অসংখ্য দোকান৷ এ কারণে প্রায় প্রতিনিয়তই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে৷

এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আসেন কমলাপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ, তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন আহমেদ৷

জিআরপি থানার ওসি আব্দুল মজিদ বলেন, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল ট্রেন কর্ণফুলী এঙ্প্রেস এবং তারাকান্দি থেকে ঢাকায় আসছিল যমুনা এঙ্প্রেস ট্রেন৷ দু’টি ট্রেন ক্রস করার সময় এ ঘটনা ঘটে৷তিনি বলেন, আমি বার বার রেললাইনের ওপর মাছের বাজার না বসার জন্য বলেছি৷ তারপরও তারা শোনেন না৷তিনি বলেন, শিগগিরই রেললাইনের পাশের যেসব জায়গা দখল করে দোকান গড়া হয়েছে, সেগুলো দখলমুক্ত করতে অভিযান চালানো হবে৷