15-09-14[kala babu assistant]press

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ সেপ্টেম্বর : গত ১৫/০৯/২০১৪খ্রি. ডিএমপি গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (দৰিণ) এর একটি দল সংবাদ পায় যে, রমনা থানাধীন মগবাজার বেপারী গলিতে কতিপয় সন্ত্রাসী কর্মকান্ড সংঘটনের উদ্দেশ্যে অস্ত্র নিয়ে জড়ো হচ্ছে৷ রাত আনুমানিক ০৩.৪৫ টায় উক্ত দল মগবাজার বেপারী গলিতে উপস্থিত হলে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লৰ্য করে এলোপাথারি গুলি করে৷ পুলিশও আত্মরৰার্থে পাল্টা গুলি চালায়৷ একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়৷ পুলিশ ধাওয়া করে অন্যান্য সন্ত্রাসীদের মধ্যে ১৷ রাজিব হাসান (২৭) ও ২৷ আল আমিন (৩১) দেরকে গ্রেফতার করতে সৰম হয়৷ ৪/৫ জন সন্ত্রাসী গুলি করতে করতে পালিয়ে যায়৷ রমনা থানা পুলিশের সহায়তায় গুলিবিদ্ধ সন্ত্রাসীকে চিকিত্‍সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিত্‍সক মৃত ঘোষণা করেন৷

পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিসত্মল, ৩ রাউন্ড পিসত্মলের গুলি, ৭ রাউন্ড পিসত্মলের গুলির খোসা, ৮ রাউন্ড বন্ধুক/শর্টগানের গুলির খোসা ও একটি চাপাতি উদ্ধার করে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অপরাধীরা জানায় যে, গুলিবিদ্ধ গুরম্নতর আহত সন্ত্রাসীর নাম শাহ আলম ওরফে কাইল্যা বাবু ওরফে কাবলি বাবু৷ শাহ আলম খন্দকার ওরফে কাইল্যা বাবু ওরফে কাবলি বাবু (২৫), পিতা-মোবারক হোসেন খন্দকার ওরফে বাদল, ৭৮ সোনালীবাগ, মগবাজার, ঢাকা মগবাজার সোনালীবাগের ট্রিপল হত্যাকান্ড, টিএন্ডটি কলোনীতে কর্তব্যরত আনসার সদস্য আঃ আলী (৩৫) হত্যা মামলা, ও চাঁদার জন্য করতোয়ার মালিককে গুলি করে গুরম্নতর আহত করার ঘটনায় প্রধান অভিযুক্ত৷ এছাড়াও ঢাকা শহরের বিভিন্ন থানায় তার নামে মামলা রয়েছে৷

গ্রেফতারকৃত সন্ত্রাসী আল আমিন উলেস্নখিত আনসার সদস্য হত্যা মামলার আসামি৷ গ্রেফতারকৃত রাজিব পুরাতন ঢাকার সন্ত্রাসী হিসেবে পরিচিত৷ পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে৷ উলেস্নখ্য গত ২৮/০৮/২০১৪খ্রি. বৃহস্পতিবার রাত পৌনে আট টায় মগবাজারের সোনালীবাগে সন্ত্রাসীদের গুলিতে বৃষ্টি ওরফে রানু (৩০), বিলস্নাল (২৫) ও মুন্না (২০) নিহত হয়৷ রানুর ভাই গুলিতে গুরম্নতর আহত হয়৷

উপ-পুলিশ কমিশনার ডিবি (দৰিণ) কৃষ্ণপদ রায় এর তত্ত্বাবধানে ও এডিসি মোহাম্মদ আব্দুলস্নাহ আল মামুন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়৷

DMP-মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স