একরাম হত্যা মামলা আরো এক পলাতক আসামী গ্রেপ্তার

দৈনিকবার্তা-ফেনী,১২অক্টোবর ২০১৪ : ফেনীর চাঞ্চল্যকর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার অভিযোগপত্র ভুক্ত পলাতক আসামী মো. ইউছুপ ভূঞা প্রকাশ টপ শামীমকে (২২) র্যাব সদস্যরা গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে৷ সে ফেনী পৌরসভার বিরিঞ্চি গ্রামের কবির মিস্ত্রির ছেলে৷

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা গতকাল শনিবার রাত ১০টার দিকে চেয়ারম্যান একরাম হত্যা মামলার পলাতক আসামী-সন্ত্রাসী মো. ইউছুপ ভূঞা প্রকাশ টপ শামীমকে গ্রেপ্তার করেছে৷ এসময় তার অপর তিন সহযোগী ওমর ফারম্নক, তানভীর হোসেন ও আবুল হোসেনকে আটক করা হয়েছে৷র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর আহমেদ মহি উদ্দিন চেয়ারম্যান একরাম হত্যা মামলার পলাতক আসামী সন্ত্রাসী মো. ইউছুপ ভূঞা প্রকাশ টপ শামীমকে গ্রেপ্তারের ও তার তিন সহযোগীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন৷

চেয়ারম্যান একরাম হত্যা মামলার তদনত্ম কর্মকর্তা ও ফেনী সদর মডেল থানার পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তার মো. ইউছুপ ভূঞা টপ শামীম চেয়ারম্যান একরাম হত্যা মামলার অভিযোগপত্র ভুক্ত ২০ নং আসামী ৷ চেয়ারম্যান একরাম হত্যার ঘটনার পর থেকে সে পলাতক ছিল৷

উল্লেখ্য, গত ২০ মে বেলা ১১টার দিকে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা চেয়ারম্যান একরামের গাড়ীর গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে ও গাড়ীসহ পুড়িয়ে হত্যা করে৷ চেয়ারম্যান একরাম হত্যার ঘটনায় পুলিশ তদনত্ম শেষে ৫৬ জনের বিরম্নদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে৷ অভিযোগপত্র ভুক্ত আসামী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল ও ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম মিষ্টারসহ ২৭ জন এখনো পলাতক রয়েছেন৷