মির্জাপুরে মা ও তিন মেয়েসহ চারজনকে পুড়িয়ে হত্যার

দৈনিকবার্তা-টাঙ্গাইল,১২অক্টোবর ২০১৪ : টাঙ্গাইলের মির্জাপুরের মা ও তিন মেয়েসহ চার জনকে পুড়িয়ে হত্যাকারীদের দ্রম্নত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহত মনিরার স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা৷ রোববার সকাল ১১টা থেকে ১২টা পর্যনত্ম ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সোহাগপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তৃতা করেন গোড়াই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুত্‍ফর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, গোড়াই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আদিলুর রহমান আদিল, দশম শ্রেণির ছাত্রী আইরিন খান, নমব শ্রেণির ছাত্রী ও নিহত মনিরার বান্ধবী ফারহানা রিয়াজ এবং তাহমিনা সিরাজ প্রমুখ৷

উল্লেখ, বিয়ের প্রসত্মাবে রাজি না হওয়ায় প্রতিবেশি বখাটে যুবক জাঙ্গাহীর হোসেনসহ অন্যান্যরা গত মঙ্গলবার ঈদের দিন ভোররাতে মির্জাপুরের দক্ষিন সোহাগ পাড়া গ্রামের প্রবাসী মজিবুর রহমানের ঘরে পেট্রোল ঢেলে স্ত্রী হাসনা বেগম ও তিন মেয়ে মনিরা, মিম ও মলিকে পুড়িয়ে হত্যা করে৷ সোহাগ পাড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী মনিরা আক্তারকে বিয়ের প্রসত্মাব দিয়ে প্রত্যাখান হওয়ায় এই ঘটনা ঘটায় ঘাতক জাহাঙ্গীর ও তার সাঙ্গপাঙ্গরা৷ এঘটনায় পরের দিন নিহত হাসনার ভাই

মোফাজ্জল হোসেন বাদী হয়ে জাহাঙ্গীর হোসেনকে প্রধান আসামী করে ১০ জনের নামে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন৷ মির্জাপুর থানা পুলিশ ইতিমধ্যে ঘাতক জাহাঙ্গীরের চাচা বদরউদ্দিন ও ছোট ভাই আবু হানিফসহ ৯ জনকে গ্রেফতার করেছে৷ তবে ঘটনার ৬দিন অতিবাহিত হলেও মুল আসামীরা গ্রেফতার না হওয়ায় প্রবাসী মুজিবুর রহমান ও নিহতদের আত্মীয় স্বজনদের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে৷ বিভিন্ন সংগঠন আসামীদের গ্রেফতার ও দৃষ্টানত্মমুলক শাসত্মির দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসুচি পালন করে যাচ্ছে৷ ইতিমধ্যে মুল আসামী জাহাঙ্গীরকে ধরতে পুলিশ এক লক্ষ টাকা পুরস্কার ঘোষনা করেছে৷