জাতীয় প্রেসক্লাব

দৈনিকবার্তা-ঢাকা,১৮অক্টোবর : জাতীয় প্রেসক্লাব এখন আর সাংবাদিকদের জায়গা নয়৷ এটি ব্যবসাপ্রতিষ্ঠানে রূপ নিয়েছে৷ সাংবাদিকদের রাজনৈতিক লেজুড়বৃত্তির কারণে এই ক্লাব ভেঙে যাবে, কেউ ঠেকাতে পারবে না৷জাতীয়প্রেসক্লাবের হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত বাংলাদেশের সাংবাদিকতা ও জাতীয় প্রেসক্লাব’ শীর্ষক এক সেমিনারে কয়েকজন বক্তা এমন অভিমত ব্যক্ত করেন৷ শনিবার ক্লাবের ভিআইপি লাউঞ্জে এই অনুষ্ঠান হয়৷

সেমিনারে দেশের পেশাদার সাংবাদিকদের প্রেসক্লাবের সদস্যপদ না দেওয়া এবং সাংবাদিকদের রাজনীতিতে সরাসরি জড়িয়ে পড়া নিয়ে আলোচনা হয়৷ আলোচনায় অংশ নিয়ে এক বক্তা বলেন, এই ক্লাব ভাঙবে, ভাঙবে৷ কেউ ঠেকাতে পারবে না৷ ক্লাবকে দলীয় মঞ্চ’ বানানো হয়েছে বলে বক্তাদের কেউ কেউ অভিযোগ তোলেন৷ দুই দলের লেজুড়বৃত্তি করতে গিয়ে এই পেশার ক্ষতি হচ্ছে বলে উপলব্ধি সাংবাদিকদের ৷অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে আটজনকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়৷ এ পর্যন্ত ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ২৭ জন৷

সাংবাদিকদের দুই ফোরামের নেতারা আলোচনায় অংশ নিয়ে বলেন, ইউনিয়ন বিভক্ত হওয়ার জন্য সাংবাদিকরা দুর্বল ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন ৷ এখন ক্লাব ভাঙলে সাংবাদিকদের অস্তিত্ব সংকট তৈরি হবে৷ সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে গড়ে ওঠা আন্দোলন রাজনৈতিক কারণে ও ব্যক্তিস্বার্থে পণ্ড হয়েছে বলে কয়েকজন বক্তা উল্লেখ করেন ৷প্রবীণ সাংবাদিক ও ক্লাবের সাবেক সভাপতি এ এস এম হাবিবুল্লাহ বলেন, রাজনৈতিক কারণে সদস্যপদ দেওয়ার পরিণতি শুভ হবে না ৷

ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান বলেন, প্রেসক্লাব এখন সাংবাদিকদের জায়গা নয়৷ এখানে সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে ভোটের চিন্তা আগে আসে৷ এ অবস্থায় দাবি ও আওয়াজ উঠেছে ক্লাব ভেঙে দেওয়ার৷ ১৯৯২ সালেও এমন অবস্থায় সাংবাদিকদের ইউনিয়ন ভেঙে গিয়েছিল৷ তাতে কেউই লাভবান হয়নি ৷ সেমিনারের শেষের দিকে মাইক্রোফোন নিয়ে তিনি আবারও বলেন, এই ক্লাব ভাঙবে, ভাঙবে৷ কেউ ঠেকাতে পারবে না৷

সরাসরি জবাব না দিলেও বক্তব্য দেওয়ার একপর্যায়ে সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, ক্লাবের ঐক্য কেউ কোনো দিন ভাঙতে পারবে না৷ সেমিনারটি বার্ষিক সাধারণ সভার মতো হয়ে যাচ্ছে বলে মত দিয়ে তিনি বলেন, আজকের সেমিনার ক্লাবের ইতিহাস, ঐতিহ্য ও পথনির্দেশনা নিয়ে ৷ ব্যক্তিগত রাজনীতির দৃষ্টিকোণ থেকে ক্লাবকে দেখা ঠিক হবে না৷সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ বলেন, প্রেসক্লাব একটি ভেনু্য, বহুমতের প্রতিফলন ঘটানোর জায়গা ৷ কিন্তু কিছু পাওয়ার জন্য ক্লাব ব্যবহার হচ্ছে৷ কিছু নেতা দলের পেছনে ছুটছেন ৷ তার পরও বলব, অনেক পেশার তুলনায় সাংবাদিকরা এখনো ভালো আছে৷’

প্রবীণ সাংবাদিক কামালউদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকতার উত্কর্ষ বাড়ানোর জন্য ক্লাব আগের মতো ভূমিকা রাখতে পারছে না ৷সাংবাদিক সালেহ চৌধুরী বলেন, ক্লাবের অবদান যদি কিছু থাকে তা ছিল পাকিস্তান আমলে৷ এখন এটা মূলত ব্যবসাপ্রতিষ্ঠান ৷ আগে প্রবীণ সাংবাদিকদের আলোচনার প্রভাব পেশায় পড়ত, এখন প্রবীণেরাও ক্লাবে আসেন না ৷

সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা বলেন, সাংবাদিকতায় জীবন পার হয়ে গেলেও অনেকে সদস্যপদ পাচ্ছেন না৷ সাংবাদিকতা বুদ্ধিবৃত্তিক পেশা, ক্লাবে এলে তা বিকশিত হবে এবং তরুণদের সেই সুযোগ দেওয়ার প্রস্তাব করেন তিনি৷বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া বলেন, ‘ইউনিয়ন বিভক্ত হওয়ার জন্য আমরা দুর্বল৷ তারপর সাংবাদিকদের জন্য যেটুকু, যা হচ্ছে, তাতে ইউনিয়নের ভূমিকা থাকছে ৷

সেমিনারে সাবেক প্রধান তথ্য কর্মকর্তা আবদুল রহিম, বাসসের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক আজিজুল ইসলাম ভুইয়া, সাংবাদিক নেতা আবদুস শহীদ প্রমুখ বক্তৃতা করেন৷ সেমিনারে সভাপতিত্ব করেন ক্লাবের সহসভাপতি কাজী রওনক হোসেন ৷ স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ৷ সঞ্চালক ছিলেন সেমিনার উপকমিটির আহ্বায়ক ও নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভিন সুলতানা মুসা ঝুমা৷

অনুষ্ঠানে ক্লাবের আজীবন সদস্য হাসানুজ্জামান খান, এ এস এম হাবিবুল্লআহ, সৈয়দ কামালউদ্দিন, রিয়াজউদ্দিন আহমেদ, শফিকুর রহমান,শওকত মাহমুদ, স্বপন কুমার সাহা ও সৈয়দ আবদাল আহমেদকে ক্রেস্ট প্রদান করা হয়৷ অনুষ্ঠানের শেষভাগে যোগ দিয়ে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সাবেক সভাপতি হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন৷ যুগের সাথে তাল মিলিয়ে চলতে এবং সকল কার্যক্রম ডিজিটাল উপায়ে সম্পন্ন করতে জাতীয় প্রেস ক্লাবের সদস্য বাড়ানোর দাবি জানিয়েছেন সাংবাদিকরা৷বক্তারা বলেন, অনেকদিন যাবত জাতীয় প্রেস ক্লাবের সদস্যপদ দেওয়া হয় না৷ এখন অনেক তরুণ ছেলেমেয়েরা এ পেশায় আসছে৷ এমনকি এ বিষয়ের উপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালু হয়েছে৷আগে অনেকেই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে না পড়ে এ পেশায় এসেছেন৷ কিন্তু এখন অনেকে এ বিষয়ে ডিগ্রি নিয়ে এ পেশায় আসছেন৷ তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে এসব তরুণ সাংবাদিকদেরও প্রেস ক্লাবের সদস্যপদ দিতে হবে৷