bmcci_sm_828548180

দৈনিকবার্তা-ঢাকা,২০অক্টোবর :মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশি পণ্যের মেলা আয়োজন করা হচ্ছে নভেম্বরে৷ ১৪ থেকে ১৬ নভেম্বর অনুষ্ঠিতব্য এ মেলার শিরোনাম শোকেজ বাংলাদেশ-২০১৪৷কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে এ মেলার আয়োজন করছে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)৷ এ নিয়ে তৃতীয়বার মালয়েশিয়াতে মেলা আয়োজন করা হচ্ছে৷

বিএমসিসিআই সভাপতি নাসির এ েেচৗধুরী রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান৷এসময় সংগঠনটির সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, ভাইস প্রেসিডেন্ট এ এস এম মাইনুদ্দিন মোনেম, সাধারণ সম্পাদক রাকিব মোহাম্মদ ফকরুল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন৷

মেলা উপলক্ষে ঢাকার মালয়েশিয়ান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার আহমেদ ফিকরি জাকিয়ান শোকেজ বাংলাদেশ-২০১৪ এর ওয়েব পেজ উদ্বোধন করেন৷সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় ব্যাংক-বীমা, তৈরি পোশাক, সিরামিকস, চামড়াজাত পণ্য, খাদ্য, পর্যটন ও হস্তশিল্পজাত পণ্যসহ ৬০ থেকে ৭০টি বাংলাদেশি কোম্পানি তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে৷ এ উপলক্ষে বাংলাদেশের একটি বড় ব্যবসায়ী প্রতিনিধিদল মালয়েশিয়া সফর করবে৷ সফরকালে তারা মালয়েশিয়ার বিভিন্ন ব্যবসায়ীর সাথে বৈঠক করবেন৷

বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া,মালয়েশিয়া এঙ্টারনাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন ও মালয়েশিয়া সাউথ-সাউথ অ্যাসোসিয়েশন এ মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করবে৷এক প্রশ্নের জবাবে নাসির এ চৌধুরী বলেন, বাংলাদেশের পণ্যগুলোকে মালয়েশিয়ায় পরিচিত করা, মালয়েশিয়ার ব্যবসায়ী ও কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করে তোলা ও বাংলাদেশ থেকে আরো বেশি জনশক্তি আমদানি করতে মালয়েশিয়ান ব্যবসায়ীদের উত্‍সাহ দেয়ার এ তিনটি উদ্দেশ্যকে সামনে রেখেই মেলার আয়োজন করা হচ্ছে৷