Iraq_bg_524391806

দৈনিকবার্তা-ঢাকা,২নভেম্বর: ইরাকের রাজধানীতে শনিবার দফায় দফায় বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে৷ শিয়া মুসলিমদের পবিত্র আশুরার মাত্র কয়েক দিন আগে এ ঘটনা ঘটেছে৷নিরাপত্তা কর্মকর্তারা জানান, বাগদাদের দক্ষিণাঞ্চলগামী একটি চেকপয়েন্টে এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরকভর্তি একটি ট্রাকের বিস্ফোরণ ঘটায়৷ এতে কমপৰে ২০ জন নিহত ও কমপৰে ৫৩ জন আহত হয়৷নিরাপত্তা কর্মকর্তারা এই এলাকায় কেবল একটি আত্মঘাতী বোমা হামলার কথা বললেও এক মেডিক্যাল কর্মকর্তা জানান, পাশর্্ববর্তী ইউসিফিয়া অঞ্চলেও একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়৷ এতে প্রাণহানির ঘটনাও ঘটেছে৷

মঙ্গলবার আশুরা উপলক্ষে বাগদাদের দক্ষিণাঞ্চলে শিয়া মুসলস্নীদের আপ্যায়নের জন্য নির্মিত একটি তাঁবুর কাছে প্যালেসটাইন সড়কে বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়৷শিয়া মুসলিমদের অন্যতম ধর্মীয় নেতা ইমাম হোসেনের ওফাত উপলৰে হাজার হাজার মুসলস্নী পবিত্র আশুরা পালন করেন৷ গত বছর আশুরাকে কেন্দ্র করে দফায় দফায় হামলায় বহু লোক নিহত হয়৷তবে ইসলামিক স্টেট (আইএস) ইরাকের বিসত্মীর্ণ এলাকার নিয়ন্ত্রণ করায় এবার হামলার আশংকা অনেক বেশি রয়েছে৷ আইএস শিয়াদের বিধর্মী মনে করে এবং প্রায়ই তাদের ওপর হামলা চালায়৷