fa2b2272afe1d8582ed9e92ca568402b-Tamim-after-his-century-2

দৈনিকবার্তা-খুলনা,৪নভেম্বর স্পোর্টস:খুলনা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১ উইকেটে ৫৩ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দল৷ ফলে নয় উইকেট হাতে রেখে এখনো ৩৮০ রানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে দল৷স্বাগতিক বাংলাদেশের বিশাল সংগ্রহ ৪৩৩ রানের জবাবে ব্যাটিং করতে নেমে দলীয় ১৭ রানের মাথায় ওপেনার সিকান্দার রাজাকে হারায় জিম্বাবুয়ে৷ প্রথম টেস্টে দুর্দান্ত বোলিং করা তাইজুল ইসলামের এলবিডাব্লিউর ফাঁদে পড়ে ব্যক্তিগত ১১ রান করে সাজঘরে ফিরেন সিকান্দার৷ এরপর অবশ্য উইকেট হারাতে হয়নি সফরকারীদের৷ দ্বিতীয় দিন শেষে উইকেটে হ্যামিল্টন মাসাকাদজা ১৫ ও ব্রায়ান চাড়ি ২১ রানে অপরাজিত আছেন৷এক সঙ্গে জ্বলে উঠলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল৷ বাংলাদেশের সেরা দুই ব্যাটসম্যানের দুই মেজাজের শতকে খুলনা টেস্টে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ৷ দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের একটি উইকেটও তুলে নিয়েছে স্বাগতিকরা৷

দিনের তৃতীয় সেশনে অলআউট হওয়ার আগে ৪৩৩ রান করে বাংলাদেশ৷ জবাবে দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৫৩ রান৷ এখনো ৩৮০ রানে পিছিয়ে রয়েছে অতিথিরা৷তাইজুল ইসলামের বলে এলডিব্লিউ হয়ে বিদায় নেন সিকান্দার রাজা৷ ব্রায়ান চারি ২১ ও হ্যামিল্টন মাসাকাদজা ১৫ রানে ব্যাট করছেন৷মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৩ উইকেটে ১৯৩ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ৷ দিনের প্রথম সেশনে কেবল তামিমের উইকেট হারিয়ে ১২৩ রান যোগ করে স্বাগতিকরা৷

Shakib

তামিম শুরু থেকে সতর্ক ব্যাটিং করলেও দ্রুত রান তুলছিলেন সাকিব৷ প্রথম ঘন্টায় ৫৭ রান যোগ করেন এই দুজনে৷পানি বিরতির পর অর্ধশতকে পৌঁছান সাকিব৷ তার পরের ওভারেই নিজের রান তিন অঙ্কে নিয়ে যান তামিম৷ নাটসাই মুশাংওয়ের বলে লংঅন দিয়ে চার মেরে প্রায় সাড়ে চার বছর পর শতকে পৌঁছান তামিম৷ টেস্টে এটি তার পঞ্চম শতক৷মধ্যাহ্ন-বিরতির কিছুক্ষণ আগে হ্যামিল্টন মাসাকাদজার বলে গালিতে ক্রেইগ আরভিনের হাতে ধরা পড়ে তামিমের বিদায়ে ভাঙে ১৩২ রানের চতুর্থ উইকেট জুটি৷ ১০৯ রান করতে প্রায় চার সেশন ব্যাট করেন তামিম৷ তার ৩৩২ বলের ইনিংসটি গড়া ১০টি চারে৷জিম্বাবুযের পেসারদের আঁটোসাটো বোলিংয়ে দ্বিতীয় সেশনে রান নিতে লড়াই করতে হচ্ছিল সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে৷একটি দ্রুত রান নিতে গিয়ে রান আউট হয়ে যান মুশফিক৷ নন স্ট্রাইকার প্রান্তে থাকা অধিনায়কই রান নিতে চেয়েছিলেন৷ একটু ইতস্তত করে দৌড় দেয়ায় সিকান্দার রাজার সরাসরি থ্রো তার বিদায় নিশ্চিত করে ফেলে৷নেমেই একটি চার ও ছক্কার সাহায্য ১১ রান করা মুশফিক দ্বিতীয় সেশনে প্রায় পৌনে এক ঘন্টা ক্রিজে থাকলেও কোনো রান যোগ করতে পারেননি৷

অধিনায়কের বিদায়ের পর শুভাগত হোম চৌধুরীর সঙ্গে ৫৪ রানের একটি ভালো জুটি গড়েন সাকিব৷ এই জুটি গড়ার পথেই নিজের তৃতীয় শতকে পৌঁছান তিনি৷ ১৩৭ রান করা এই বাঁহাতি অলরাউন্ডারের ১৮০ বলের ইনিংসটি ১০টি চার ও ১টি ছক্কায় গড়া৷ম্যালকম ওয়ালারের সোজা বল মিডউইকেটের ওপর দিয়ে মারতে গিয়ে বোল্ড হয়ে যান সাকিব৷ শুভাগতকেও ফেরান ওয়ালার৷ তুলে মারতে গিয়ে ব্রায়ান চারিকে ক্যাচ দেন শুভাগত৷৩৮৩ রানে প্রথম সাত ব্যাটসম্যানের বিদায়ের পর বাংলাদেশকে সাড়ে চারশ’র কাছাকাছি নিয়ে যান তাইজুল ইসলাম ও শাহাদাত হোসেন৷ অষ্টম উইকেটে ৪৩ রানের জুটি গড়া এই দুই ব্যাটসম্যানকেই ফেরান টেন্ডাই চাটারা৷তাইজুল, শাহাদাতের বিদায়ের পর আর বেশি দূর এগোয়নি বাংলাদেশের ইনিংস৷জিম্বাবুয়ের টিনাশে পানিয়াঙ্গারা, চাটারা ও ওয়ালার দুটি করে উইকেট নেন৷এদিকে, দ্বিতীয় দিন শেষে খুলনা টেস্টে ৩৮০ রানে পিছিয়ে সফরকারী জিম্বাবুয়ে৷ তাই তৃতীয় দিনে প্রতিপৰকে খুব দ্রম্নত আউট করে ফলো-অন করানোর কথা জানিয়েছেন বাংলাদেশের কোচ হাতুরাসিংহে, ‘আমাদের টার্গেট জিম্বাবুয়েকে ফলোঅনে ফেলা৷ কাল তৃতীয় দিনে তাদের সবকয়টি উইকেট ২৩৩ রানের মধ্যে তুলে নেয়াই আমাদের প্রথম টার্গেট৷

খুলনা টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে হাতুরাসিংহে আরও বলেন, ‘তামিম এবং সাকিবের পারফরমেন্সে টীম ম্যানেজমেন্ট দারুণ খুশী এবং আমাদের প্রত্যাশামতই দলের প্রথম ইনিংস শেষ করতে পেরেছে টাইগাররা৷ প্রথম দিন উইকেট অনেক সস্নো ছিল৷ কিন্তু আজ উইকেটের কন্ডিশন অনেক ভালো৷ তাই বড় স্কোর করা সম্ভব হয়েছে৷সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ: ৪৩৩ (১০৯, শামসুর ২, মুমিনুল ৩৫, মাহমুদুল্লাহ ৫৬, সাকিব ১৩৭, মুশফিক ১১, শুভাগত ১৫, তাইজুল ৩২, শাহাদাত ১৮, জুবায়ের ১, রুবেল ০*; পানিয়াঙ্গারা ২/৪৯, চাটারা ২/৬১, ওয়ালার ২/৬৫, মাসাকাদজা ১/২৮, চিগুম্বুরা ১/৬০, মুশাংওয়ে ১/১২৭)৷ জিম্বাবুয়ে: ১/৫৩ (রাজা ১১, চারি ২১*, মাসাকাদজা ১৫; তাইজুল ১/২১)৷