Uruguay v England: Group D - 2014 FIFA World Cup Brazil

দৈনিকবার্তা-নিউজ স্পোর্টস-ঢাকা,৬ নভেম্বর:  চ্যাম্পিয়নস লীগে বুধবার রাতে ডাচ চ্যাম্পিয়ন আয়াঙ্রে বিপক্ষে ২-০ গোলে জয়ী হবার পরে বার্সেলোনার তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ বলেছেন তার মতে এই মুহূর্তে বিশ্বেও সেরা আক্রমনভাগ নেইমার, মেসি এবং তাকে নিয়ে গড়া বার্সেলোনার স্ট্রাইকিং ফোর্স৷

এ্যামাাস্টারডাম এরিনাতে বুধবারের ম্যাচে সুয়ারেজ এবং নেইমারের সহযোগিতায় মেসি দুই গোল করে দলের জয় নিশ্চিত করেন৷ পাশাপাশি ৭১ গোল করে রিয়ালের সাবেক তারকা রাওলের সাথে চ্যাম্পিয়নস লীগে সর্বকালের সেরা গোলদাতার রেকর্ড স্পর্শ করলেন৷ এই জয়ে বার্সেলোনার শেষ ১৬তে খেলাও নিশ্চিত হয়েছে৷

এবারের গ্রীষ্মে লিভারপুল থেকে রেকর্ড পরিমান ট্রান্সফার অর্থের বিনিময়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন উরম্নগুয়ের এই আনত্মর্জাতিক তারকা৷ যদিও বার্সেলোনার হয়ে এখনো কোন গোল করতে পারেননি৷ কিন’ বিশ্বাস করেন বার্সেলোনা আক্রমনভাগে এই তিনজনই এখন বিশ্ব সেরা৷ এ সম্পর্কে সুয়ারেজ অকপটেই বলেছেন, আমি মনে করি আমাদের আক্রমনভাগই বিশ্বের সেরা৷ আমরা সবসময়ই কঠোর পরিশ্রম করি এবং প্রতিদিনই নিজেদের উন্নতির চেষ্টা করি৷

সম্প্রতী ফিফার চার মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার৷ স্পেনের নতুন পরিবেশ ইতোমধ্যেই দারম্নন উপভোগ করাও শুরু করেছেন৷ বুধবার সাবেক ক্লাব আয়াঙ্রে বিপঙ্ েমাঠে নেমে কোন ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে সুয়ারেজ বলেছেন, আমি বার্সেলোনার সময়টা দারুন উপভোগ করছি, কারন এখানে খেলতে পারা আমার স্বপ্ন ছিল৷ তবে এ্যামাস্টারডামে ফিরতে পারাটা সত্যিই আনন্দের৷ আয়াঙ্ দারুন খেলেছে, তারা প্রথমার্ধে আমাদের বেশ চাপের মধ্যে রেখেছিল৷ নিজেদের মাঠে আয়াঙ্ সবসময়ই কঠিন প্রতিপক্ষ৷ তারা বেশ কিছু ভাল সুযোগও সৃষ্টি করেছিল৷ তাদের ভাল একজন কোচ আছে এবং আশা করছি ভবিষ্যতে দলটি আরো ভাল করবে৷