gournadi photo..01(7)_68723

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল),১৪নভেম্বর: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কসবায় নামকস্থানে গতকাল শুক্রবার সকালে একটি দুরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে৷ এসময় ঘটনাস্থলেই মহিউদ্দিন হাওলাদার (৪৫) নামে এক যুবক নিহত ও অন্তত নারী ও শিশুসহ ৩০ জন যাত্রী আহত হয়েছেন৷ আহদের মধ্যে ১০ জনকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

গৌরনদী হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান চৌধুরী জানান, সকাল সাড়ে নয়টার দিকে বরিশাল থেকে কাওড়াকান্দি (মাওয়া) বিএনএফ পরিবহন নামের একটি দুরপাল্লার বাস গৌরনদীর কসবায় নামকস্থানে পৌঁছে৷ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ্ববর্তি খাদে উল্টে পড়ে বাসটি দুমড়ে মুচড়ে যায়৷ খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ স্থ্নীয়দের সহয়তায় আহতদের উদ্ধার করে গৌরনদী হাসপাতালে প্রেরন করেন৷ ঘটনাস্থলেই পাশর্্ববতী উজিরপুর উপজেলার পরামন্ধসাহা গ্রামের মৃত মোবারক আলী হাওলাদারের পুত্র ও ঢাকার একটি জুতা কারখানার শ্রমিক মহিউদ্দিন হাওলাদার যাত্রী মারা যান৷

আহতদের মধ্যে রুবেল (১৫), রমনী মাঝি (৫০),রাজ্জাক হাওলাদার (৫০), প্রিন্স (২০), মনির হোসেন (২৫), রুবেল হোসেন (২২), ফারুক আলম (৫৮), ফারহান (২২), তহমিনা (২৮), ওলিকে (১০) গুরুতর অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷