du-upacarjo

দৈনিকবার্তা-ঢাকা, ১৮নভেম্বর: উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক নৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনের জন্য তরম্নণ প্রজন্মের শিক্ষাথর্ীদের প্রতি আহ্বান জানান৷তিনি মঙ্গলবার অধ্যাপক এ কে নাজমুল করিমের ৩২তম মৃতু্যবার্ষিকী উপলৰে ঢাকা বিশ্ববিদ্যালয় নাজমুল করিম স্টাডি সেন্টারের উদ্যোগে নৈতিক চেতনা: ধর্ম ও মতাদর্শ’ শীর্ষক এক বিশেষ বক্তৃতাকালে এ আহ্বান জানান৷১৮ নভেম্বর ২০১৪ মঙ্গলবার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এই বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত হয়৷

উপাচার্য বলেন, জনগণের ধমর্ীয় আদর্শে ভিন্নতা থাকতে পারে, তবে মুক্তিযুদ্ধের অভিন্ন চেতনায় সকলকে এক হতে হবে৷ উপাচার্য বলেন, শুধু বিদ্যা অর্জন বা তথ্য সংগ্রহের মধ্যে শিক্ষাকে সীমাবদ্ধ রাখলে চলবেনা, শিক্ষার মূল লক্ষ্য মনুষ্যত্বের বিকাশ ঘটানো৷ তিনি প্রকৃত শিক্ষায় শিক্ষিত ও প্রজ্ঞাবান মানুষ হিসাবে গড়ে ওঠে সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান৷উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক প্রয়াত অধ্যাপক নাজমুল করিমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন৷

কেন্দ্রের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক৷ স্বাগত বক্তব্য দেন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. নেহাল করিম৷উল্লেখ্য, অধ্যাপক এ কে নাজমুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন৷ তিনি ১৯২২ সালের ১ আগস্ট লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৯৮২ সালের ১৮ নভেম্বর ইনত্মেকাল করেন৷