ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফে

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ নভেম্বর: ইরান বলছে রোববার নাগাদ কোন চুক্তি না হলে বিশ্বের শক্তিধর দেশগুলোর নেতাদের সঙ্গে পরমাণু সংক্রানত্ম আলোচনা এক বছর পর্যনত্ম চালিয়ে যেতে দেশটি প্রসত্মত রয়েছে৷ইরানের একটি সূত্র একথা জানিয়ে বলছে, এ সময়সীমা বাড়ানো হবে জেনেভা চুক্তির আওতায় ৷ এই চুক্তির আওতায় ইরান অবরোধ সামান্য শিথিলের বিনিময়ে পরমাণু কর্মসূচি হ্রাস করেছে৷

ইরানের পরমাণু বিষয়ে একটি চ’ড়ানত্ম চুক্তিতে পেঁৗছানোর জন্যে বিশ্বের শক্তিধর দেশগুলোর নেতারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ ২৪ নভেম্বর নির্দিষ্ট সময়সীমাকে সামনে রেখে রোববার বিশ্ব নেতারা অচলাবস্থা ভেঙে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদও ব্যক্ত করেছেন৷ভিয়েনায় আলোচনায় অংশ নেয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি৷ আশা করছি একটা অগ্রগতি হবে৷তবে তিনি আশংকাও প্রকাশ করেন, আমাদের মধ্যে এখনও ব্যাপক মতপার্থক্য রয়ে গেছে৷ আমরা তা কমিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি৷কেরি শুক্রবার তার প্যারিস যাওয়া স্থগিত করে আলোচনার জন্যে ভিয়েনায় রয়ে যান৷ শনিবার তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করেন৷ গত তিনদিনে এটি তাদের চতুর্থ বৈঠক৷

চুক্তিতে পৌঁছানোর আগে ইরান চাচ্ছে তার ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধের বিষয়ে ব্যাপক ছাড়৷ ইরানের দাবি অবরোধের বিষয়ে ব্যাপক ছাড় দেয়া হলেই কেবল তার বিতর্কিত পরমাণু কর্মসূচি হ্রাস করবে৷  নাম প্রকাশে অনিচছুক এক ইরানী সূত্র বলছে, সিদ্ধানত্মে পৌঁছানোর ক্ষেত্রে এখনও বেশ মতপার্থক্য রয়ে গেছে৷ ফলে এখানে রাজনৈতিক সিদ্ধানত্ম নেয়া প্রয়োজন৷এক ইউরোপীয় সূত্র বলছে, আলোচনায় তেমন উলেস্নখযোগ্য কোন অগ্রগতি হয়নি৷ চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা খুবই সামান্য৷