BAHRAIN ELECTIONS

দৈনিকবার্তা-ঢাকা, ২৩ নভেম্বর: বাহরাইনে বিরোধী দলের অনুপস্থিতিতে শনিবার আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর রোববার ক্ষমতাসীন সুনি্ন নেতৃবৃন্দ ও শিয়াপন্থী বিরোধী দলের মধ্যে নির্বাচনে ভোটারের উপস্থিতির হার এবং অসদুপায় অবলম্বন নিয়ে বাকযুদ্ধ শুরু হয়েছে৷

৪০ সদস্যবিশিষ্ট সংসদের নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর এখনো ভোট গণনা চলছে৷বিরোধী দল নির্বাচন বর্জনের পর নির্বাচনের বৈধতার জন্য ভোটারের উপস্থিতি ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়৷নির্বাচন কমিশন বলছে, নির্বাচনের ৫১.৫ শতাংশ ভোটার ভোট দিয়েছে৷ তবে বিরোধী দল এ নির্বাচনকে প্রহসন উল্লেখ করে বলেছে, এতে মাত্র ৩০ শতাংশ ভোটার ভোট দিয়েছে৷  ভোট কেন্দ্রে ভোটারের উপস’িতির ব্যাপারে ৰমতাসীন ও বিরোধী দল পরস্পরকে অসদুপায় অবলম্বনের জন্য দোষারোপ করছে৷ বিরোধী দলের অভিযোগ হাজার হাজার ভোটারকে জোর করে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করা হয়েছে৷ অপরদিকে সরকারি দল বলছে, বিরোধী দল ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দিয়েছে৷আরব বসনত্মের পর বাহরাইনে এটি প্রথম র্নিাচন৷

২০১১ সালে আরব বসনত্মের সময় সুনি্ন-মুসলিম শাসিত দেশটির নিরাপত্তা বাহিনী শিয়া নেতৃত্বাধীন বিৰোভকারীদের ওপর অভিযান চালায়৷ এরপর বিরোধী দল পার্লামেন্ট থেকে তাদের ১৭ আইন প্রণেতাকে প্রত্যাহার করে নেয়৷  প্রধান বিরোধী দল শিয়াপন্থী আল-ওয়েফাক শনিবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে, ক্ষমতাসীন আল-খলিফা রাজ-পরিবার ৰমতার ওপর সুনি্ন একাধিপত্য কমাতে না পারলে দেশে সহিংসতা সৃষ্টি হতে পারে৷