Qatar Skyline at Night

দৈনিকবার্তা-ঢাকা, ৮ ডিসেম্বর:  বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি শিল্পায়নে নতুন বিনিয়োগ আকৃষ্ট করার লকে৷ষ দেশে ইউরিয়া সার, এলএনজিসহ বিভিন্ন ধরনের পেট্রো-কেমিক্যাল পণ্য রপ্তানির লক্ষ্যে একটি অফিস স্থাপনের প্রসত্মাব দিয়েছে কাতার৷ বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আবদুল্লা আবদুল আজিজ আল-মানা সোমাবর মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে বৈঠককালে এ প্রসত্মাব দেন৷ বৈঠকে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিসিআইসি’র চেয়ারম্যান মোহাম্মদ ইকবালসহ শিল্প মন্ত্রণালয়ের উধর্্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷

বৈঠকে দু’দেশের মধ্যে শিল্পখাতে সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা বিশেষ করে, বাংলাদেশে কাতারের বিনিয়োগ বৃদ্ধি, দু’দেশের মধ্যে বাণিজ্য প্রতিনিধিদলের সফর বিনিময়সহ অন্যান্য ইসু্য আলোচনায় স্থান পায়৷ বৈঠকে শিল্পমন্ত্রী কাতারকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ কাতারের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী৷ এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কাতার সফরের বিষয়টি তুলে ধরে এ সফর দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদার করেছে বলে মনত্মব্য করেন৷তিনি বাংলাদেশের বিনিয়োগের জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে কাতারের উদ্যোক্তাদের আমন্ত্রণ জানান৷

বাংলাদেশে পেট্রোকেমিক্যাল পণ্য রপ্তানির লক্ষ্যে কাতার সরকারের অফিস স্থাপনের প্রসত্মাবকে স্বাগত জানিয়ে আমু বলেন, এর মাধ্যমে দু’দেশের মধ্যে বিনিয়োগ ও শিল্পখাতে সহায়তার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে৷ তিনি এ অফিস পরিচালনার জন্য কাতার সরকার মনোনীত প্রতিনিধির নাম আনুষ্ঠানিকভাবে শিল্প মন্ত্রণালয়কে অবহিত করতে রাষ্ট্রদূতকে পরামর্শ দেন৷বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে কাতার সরকারের এ ধরণের দপ্তর স্থাপনের প্রসত্মাব বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবে বলে তিনি রাষ্ট্রদূতকে আশ্বসত্ম করেন৷