২০১৫ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মেলবোর্নে

দৈনিকবার্তা-ঢাকা, ২০ ডিসেম্বর: আইসিসি ২০১৫ বিশ্বকাপ অস্ট্রেলিয়া অংশের উদ্বোধনী অনুষ্ঠান মেলবোর্নে অনুষ্ঠিত হবে৷ শুক্রবার এ ঘোষণা দেয়া হয়েছে৷অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে আয়োজন করছে ক্রিকেটের সর্বোচ্চ এ আসর৷ তাই দুই দেশেই অনুষ্ঠিত হবে দু’টি উদ্বোধনী অনুষ্ঠান৷ ১২ ফেব্রম্নয়ারি সন্ধ্যায় নিউজিল্যান্ড অংশের উদ্বোধনী অনুষ্ঠান ক্রাইস্টচার্চে এবং একই দিন সন্ধ্যায় অস্ট্রেলিয়া অংশের উদ্বোধনী মেলবোর্নে অনুষ্ঠিত হবে৷ মেলবোর্নের সিডনি মায়ের মিউজিক বোল-এ অনষ্ঠানে বিশ্বকাপে অংশগ্রহণকারী খেলোয়াড় এবং সাবেক খ্যাতিমানরা উপস্থিত থাকবেন৷৷ এ ছাড়া সাংস্কৃতিক ও সংগীতানুষ্ঠান এবং মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে থাকবে আতশবাজি উত্‍সব৷ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমমসিজি) ১৪ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া খেলবে ইংল্যান্ডের বিপক্ষে৷ ২৯ মার্চ ফাইনাল ম্যাচও এ মাঠেই অনুষ্ঠিত হবে৷ক্রাইস্টচার্চের উদ্বোধনী অনুষ্ঠানে রিচার্ড হ্যাডলি ও স্টেফেন ফ্লেমিংসহ নিউজিল্যান্ডের কিংবদনত্মী খেলোয়াড়রা উপস্থিত থাকবেন এবং ভুমিকম্পে ক্ষতিগ্রসত্ম শহরটির পুনর্গঠনের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে একটি বিশেষ আয়োজন থাকবে৷