kamrul

দৈনিকবার্তা, ২১ ডিসেম্বর: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান মিথ্যাচার করে রাজনীতিকে কলুষিত করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম৷ খালেদা জিয়া মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে মিথ্যাচার এবং একইসঙ্গে জঙ্গি ও যুদ্ধাপরাধীদের নিয়ে ক্ষমতায় আরোহণ করতে চাইছেন বলে জানন তিনি ৷তিনি আরো বলেন, খালেদা জিয়ার ওই ইচ্ছা কোনোভাবেই বাস্তবায়ন করতে দেয়া হবে না৷ এক্ষেত্রে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান৷ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন৷ মহান বিজয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে কৃষকলীগ ঢাকা মহানগর উত্তর৷

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে বিএনপি-জামাত মিথ্যাচার করছে এ কথা উল্লেখ করে অ্যাডভোকেট কামরুল ইসলাম আরো বলেন, আপনি (খালেদা জিয়া) স্বৈরাচারের মতো কথা বলবেন না, আমাদেরকে হুমকি দিবেন না, আমরা মুক্তিযুদ্ধের দল, আপনি কাকে ভয় দেখান? আমরা মুক্তিযুদ্ধের সৈনিকেরা আছি৷তিনি বলেন, একদিকে সরকার যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গি দমন করছে, অন্যদিকে খালেদা জিয়া জামাতকে নিয়ে অপরাজনীতির চর্চা করে তাদের নিয়েই ক্ষমতায় আরোহণের অপচেষ্টা চালাচ্ছেন৷ তবে বিএনপি-জামাতের আস্ফালন ব্যর্থতায় পর্যবসিত হবে৷

কামরুল বলেন, তারেক রহমানের মতো এত অশালীন কথা ও মিথ্যাচার অতীতে কোনো রাজনীতিক করেন নি৷

মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমান মুদ্রার এপিঠ ওপিঠ৷ তারা রাজনীতিকে কলুষিত করছে৷ তারেক রহমানের মতো এমন অশালীন কথা অতীতে কোনো রাজনৈতিক নেতা বলেননি৷ খলেদা জিয়ার চলনে বলনে কোনো শিষ্টাচার নেই৷ দুঃখ হয়, তিনি নাকি বাংলাদেশের তিন তিন বারের প্রধানমন্ত্রী৷এসময় তিনি তারেক রহমানের উদ্দেশে বলেন, সাহস থাকলে বাংলাদেশের মাটিতে এসে রাজনীতি করুন৷

খাদ্যমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে৷ যেইভাবেই হোক তারা ক্ষমতায় আসতে চায়৷ নির্বাচনে না এসে তারা ভুল করেছে৷ এখন সেই ভুলের খেসারত দিচ্ছে এখন৷ঢাকা মহানগর উত্তর কৃষকলীগের সভাপতি মাকছুদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক খন্দকার শামছুল হক রেজা প্রমুখ৷