file

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ ডিসেম্বর: রাজধানীর পল্টন এলাকার একটি বাসায় শুল্ক গোয়েন্দা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে কয়েক বস্তা বিদেশি মুদ্রা উদ্ধার করেছে৷ বৃহস্পতিবার দুপুর থেকে এই অভিযান শুরু হয়৷

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন৷ তিনি বলেন, একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে এসব মুদ্রা উদ্ধার করা হয়৷ তবে বাড়িটির মালিক সম্পর্কে বিস্তারিত কোনো কিছু তিনি জানাননি৷ মইনুল খান আরও জানান, বস্তার মধ্যে বিদেশি মুদ্রা ছাড়াও বাংলাদেশের টাকাসহ আরও মূল্যবান সামগ্রী রয়েছে৷

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান জানান, পল্টন এলাকার ৩৫/এ বিল্ডিংয়ের ৬ তলার বাসা থেকে প্রায় ৩ বস্তা বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়েছে৷ বর্তমানে এই অভিযান অব্যাহত রয়েছে৷বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি৷

ঘটনাস্থলে তল্লাশিরত শুল্ক গোয়েন্দা বিভাগের এক সদস্য সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় আমরা এ অভিযান পরিচালনা করছি৷ ৩ বস্তা বিভিন্ন দেশের মুদ্রা এ পর্যন্ত জব্দ করা হয়েছে৷ পুরো অভিযান শেষে গণনা করা হবে৷ বাংলাদেশি টাকা ছাড়াও সৌদি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে৷তিনি আরও বলেন, বাসার মালিক প্রথমে তার কাছে অবৈধ টাকা নেই বললেও বঙ্ সিলিং থেকে বেশিরভাগ মুদ্রা উদ্ধার করা হয়৷এদিকে এ বাসার মালিকের নাম মোহাম্মদ আলী এবং তার ধানমন্ডিতে আলী সুইটস নামের দোকান রয়েছে বলে জানা গেছে৷