David Warner of Australia

দৈনিকবার্তা-ঢাকা, ৬ জানুয়ারি: টপ অডর্ার চার ব্যাটসম্যানের দৃঢ়তায় ভারতের বিপৰে সিডনি টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথ তৈরি করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া৷ডেভিড ওয়ানর্ারের সেঞ্চুরি এবং ক্রিস রজার্স, শেন ওয়াটসন ও অধিনায়ক স্টিভেন স্মিথের তিন হাফ-সেঞ্চুরির সুবাদে প্রথম দিন শেষে ২ উইকেটে ৩৪৮ রান তুলেছে অসিরা৷

সিডনিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বানত্ম নেয় অস্ট্রেলিয়া৷ দুই ওপেনার রজার্স ও ওয়ার্নার উদ্বোধনী জুটিতে যোগ করেন ২০০ রান৷ এরমধ্যে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন ওয়ানর্ার৷ সেঞ্চুরির পরে বেশিৰন উইকেট থাকতে পারেননি তিনি৷ ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের ঘুর্নিতে ব্যক্তিগত ১০১ রানে থামেন ওয়ানর্ার৷ তার ১১৪ বলের ইনিংসে ১৪টি বাউন্ডারির মার ছিল৷

ওয়ানর্ারের ফিরে যাবার ৪ রান পর প্যাভিলিয়নে পথ ধরেন রজর্াস৷ নাভার্স নাইন্টিতে আউট হওয়া রজর্াস করেন ৯৫ রান৷ ১৬০ বলে ১৩টি বাউন্ডারির সহায়তায় গড়া উঠা দুদর্ানত্ম ইনিংসটি থামে ভারতীয় পেসার মোহাম্মদ সামির বলে৷ ২০৪ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে জুটি বাধেন ওয়াটসন ও স্মিথ৷ এই জুটি দিনের শেষভাগ পর্যনত্ম ছিলেন অপরাজিত৷ অবি”িছন্ন ১৪৪ রানের জুটি গড়েন তারা৷ ওয়াটসন ৬১ ও স্মিথ ৮২ রানে অপাজিত আছেন৷ ভারতের পক্ষে অশ্বিন ও সামি ১টি করে উইকেট নেন৷