অবরোধে সারাদেশে বিচ্ছিন্ন সহিংসতা,আটক শতাধিক

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ জানুয়ারি: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের শুক্রবার ১১তম দিনেও শতাধিক বিএনপি-জামাত কর্মীকে আটক করা হয়েছে৷ তবে অবরোধে রাজধানীর জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে৷ খুলনা নগরীতে অবরোধের সমর্থনে মিছিল বের করা হয়৷ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশও অনুষ্ঠিত হয়৷বরিশালে অবরোধের সমর্থনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে জামাত-শিবির কর্মীরা৷এছাড়া রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমা ছুড়ে মারার ঘটনায় ৭ জামাত-কর্মীসহ ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

গাজীপুরের কালিয়াকৈরে বাসে আগুন দিয়ে হেলপার নিহতের ঘটনায় পৌর বিএনপি সভাপতিসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে৷এছাড়াও নাশকতার আশঙ্কায় দেশের বিভিন্ন জায়গা থেকে অর্ধশতাধিক বিএনপি-জামাত কর্মীকে আটক করেছে পুলিশ৷

এদিকে, সাপ্তাহিক ছুটির কারণে সড়কগুলোতে সকাল থেকে সংখ্যায় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বাড়ছে সব ধরনের যানবাহন চলাচল৷ স্বাভাবিক লঞ্চ ও দূরপাল্লার বাস চলাচল৷ তবে রেলের শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে যাত্রীরা৷নগরীর বিভিন্ন পয়েন্টে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা৷

মিরসরাই প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা হামলা করেছে অবরোধকারীরা৷ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বাতামতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে৷ প্রতিবাদে ছাত্রদল কমর্ীদের বাড়ীতে ছাত্রলীগ কমর্ীরা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে৷

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকামুখী একটি কাভার্ডভ্যানকে লৰ্য করে পেট্রোল বোমা হামলা চালায় অবরোধকারীরা৷ এতে কার্ভাডভ্যানটিতে আগুন লেগে যায়৷ এসময় টহলরত পুলিশ এসে আগুন নিভিয়ে ও অবরোধকারীদের ধাওয়া দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে৷ এদিকে ঘটনার পরপর ছাত্রলীগ কমর্ীরা কয়েকজন ছাত্রদল কমর্ীর বাড়িতে হামলা চালায় বলে ছাত্রদলের অভিযোগ৷

মিরসরাই থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ আক্কাস আলী বলেন, রাতে বাদামতলী এলাকায় দুবৃর্ত্তরা কাভার্ডভ্যানকে লৰ্য করে পেট্রোল বোমা নিৰেপ করে৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে৷
মিরসরাই কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈদুর জামান রিফাত বলেন, রাতে অবরোধকারীরা নাশকতার চেষ্টা করলে ছাত্রলীগের নেতৃবৃন্দ দ্রম্নত ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা পালিয়ে যায়৷ মিরসরাইয়ে রাজপথে ছাত্রলীগ সক্রিয় অবস্থানে আছে৷ অবরোধকারীদের দেখা মাত্র পিটিয়ে পুলিশে সোপর্দ করা হবে৷

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বিএনপিসহ ২০ দলের ডাকা টানা অবরোধ কর্মসূচিতে গৌরনদী উপজেলা সদরে অবরোাধের পক্ষে বিপক্ষে রাজপথে কোন মিছিল ও সমাবেশ হয়নি৷ দিনের বেলায় অভ্যন্তরীণ লোকাল বাস ট্রাক চলাচল করলেও রাতের বেলায় অভ্যন্তরীণ বাস ট্রাক চলাচল করেনি৷ উপজেলার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন ছিল৷ গাছ কেটে মহাসড়কে অবরোধ সূষ্টির ঘটনায় দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার রাতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান আকন সিদ্দিকুর রহমানের পুত্র ছাত্রদল কমর্ী মো. শাওন আকন, যুবদল কমী মো. লিটন শেখ ও গতকাল সকালে খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের নেতা হুমায়ন কবরকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচার তাদের জেলহাজতে পাঠায়৷

লালমনিরহাট প্রতিনিধি ঃলালমনিরহাটে নাশকতার আশংকায় বিএনপি-জামায়াতাকর্মীসহ পুলিশ বিশেষ অভিযানে ২৮জনকে গ্রেফতার করেছে ৷শুক্রবার দুপুরে গ্রেফতার কৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছে পুলিশ৷ লালমনিরহাট সহকারী পুলিশ সুপার(সার্কল) আদিবুল ইসলাম জানান, জেলার ৫টি থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার আশংকায় ১৫ জন ও বিভিন্ন মামলার ১৩জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ৷ বৃহস্পতিবার দিবাগত গভির রাতে লালমনিরহাটের ৫টি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২৮জনকে গ্রেফতার করেছে৷

গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা৷ ঝিনাইদহে অবরোধের সমর্থনে বিএনপির

ঝিনাইদহ প্রতিনিধি; ঝিনাইদহে বিএনপি নের্তৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ চলছে৷ শুক্রবার সকালে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানের নেতৃত্বে শহরের আরাপপুর থেকে একটি মিছিল বের হয়৷ মিছিলটি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়৷ পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়৷ মিছিল ও সমাবেশে জেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকমর্ী অংশ নেয়৷

এদিকে নাশকতার আশঙ্কায় বিভিন্ন উপজেলা থেকে ৫ বিএনপি-জামায়াত কমর্ীকে আটক করেছে পুলিশ৷ এদের মধ্যে হরিণাকু-ুতে ৪ জামায়াত এবং সদর উপজেলায় এক বিএনপি কমর্ীকে আটক করা হয়েছে৷ এছাড়া জেলার বিভিন্ন গুরম্নত্বপুর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ৷

পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় টানা হরতাল অবরোধে অর্থিক সংকটে পড়েছে ব্যাংক গুলো৷ সরবরাহ না থাকায় স্থানীয় তহবিল দিয়ে চাহিদা মেটাতে গিয়ে হিমসীম খাচ্ছে কর্তৃপক্ষ৷ ফলে বিপাকে রয়েছে সাধারণ গ্রাহকরা৷ সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন ব্যবসায়ীরা৷ জানা গেছে, চিংড়ি অধু্যষিত এ উপজেলায় ব্যাঙের ছাতার মতো ব্যাংক সহ অসংখ্য আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠলেও গত ৬ জানুয়ারী হতে টানা হরতাল অবরোধে তারল্য সংকট দেখা দিয়েছে ব্যাংক প্রতিষ্ঠান গুলোতে৷ সূত্র মতে, পৌর সদরের প্রাণ কেন্দ্রেই রয়েছে সোনালী, কৃষি, জনতা, রূপালী, ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী এবং গ্রামীন ব্যাংক, এছাড়াও বানিজ্যিক শহর কপিলমুনি ও বাঁকাতে অগ্রনী ব্যাংকের ২টি শাখা এবং গড়ইখালীতে রূপালী ও চাঁদখালীতে কৃষি ব্যাংকের আরও ২টি শাখা রয়েছে৷ হরতাল অবরোধের কারনে প্রতিটি ব্যাংকেই চলছে অর্থ সংকট৷ প্রতিদিনই শত শত গ্রাহকরা টাকা নিতে গিয়ে পড়ছে ভোগান্তিতে, অনেককেই নিতে হচ্ছে চাহিদার ১০-২০ ভাগ টাকা, আবার অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে৷ হরতাল অবরোধে যাতায়াত থেকে শুরু করে স্বাভাবিক জীবন যাপনে বিরুপ কোনো প্রভাব না ফেললেও ব্যাংক গুলোতে তারল্য সংকটের কারনে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা৷ বিশেষ করে সবচেয়ে বিপাকে রয়েছেন চিংড়ি ও মত্‍স খাতে নিয়জিত ব্যবসায়ীবৃন্দ৷ চাহিদা অনুযায়ী ব্যাংকগুলো সরবরাহ করতে না পারায় গত কয়েক দিনে ব্যবসায়িক খাতে মারাত্বক ক্ষতি হয়েছে বলে মত্‍স আরত্‍ দারী সমবায় সমিতির সভাপতি শামিম হোসেন জানান, এ সংকটের কথা স্বীকার করে সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ শাহ্-আলম জানান, অত্র শাখায় ১০ হাজার গ্রাহক রয়েছে৷ যার অধিকাংশ গ্রাহকরা বড় ধরনের ব্যবসায়ী৷ সম্পূর্ণ পেমেন্ট েিদ না পারায় কিছুটা হলেও ব্যবসায়ীরা ক্ষতি গ্রস্থ হচ্ছে৷ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মাগফুরুর জানান, অত্র শাখায় ৩২ হাজার গ্রাহক রয়েছে৷ সবার চাহিদা পুরণ সম্ভব হচ্ছে না, বাইরে থেকে এনে কিছু কিছু করে সকলকে দেয়া হচ্ছে৷ সোনালী ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সরবরাহ না থাকায় এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ স্থানীয় সংগ্রহীত তহবিল থেকে যতদূর সম্ভব চাহিদা মেটানো হচ্ছে৷

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রাকে পিকেটারদের ছোঁড়া পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়েছেন এর চালক৷ দগ্ধ চালক সিদ্দিক আলীর (৪৫) বাড়ি রাজশাহী জেলার বানেশ্বরে৷বৃহস্পতিবার রাত ১০টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাশে ঢাকা-রাজশাহী মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ীতে এ ঘটনা ঘটে৷ সংবাদ পেয়ে পুলিশ সুপার এস এম এমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন৷

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) দয়াল ব্যানার্জী জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী টমোটো বোঝাই গাড়ীটি মহাসড়কের কোনাবাড়ী এলাকায় পৌঁছালে রাস্তার ধারে ওত্‍ পেতে থাকা জামায়াত-শিবিরের লোকজন ট্রাক লক্ষ্য করে পেট্টোল বোমো ছোঁড়ে৷ এ সময় ট্রাকের পাশাপাশি চালকের শরীরেও আগুন ধরলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় এটি৷ চালককে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ৷ খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে৷ দুর্ঘটনার পর পরই পুলিশ সুপার নিজেই ঘটনাস্থলে যান এবং দগ্ধ চালকের চিকিত্‍সার ব্যবস্থা করেন৷

বরিশাল: চলমান অনির্দিষ্টকালের অবরোধে সহিংসতা এড়াতে এবং সড়কপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ঢাকা-বরিশাল রুটে রাতের বেলায় বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছে মালিকরা৷২০ দলীয় জোটের চলমান টানা অবরোধ ও হরতালের কারণে মহাসড়ক অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে৷ ইতিমধ্যেই এই রুটের বেশ কিছু যাত্রীবাহী বাস-ট্রাকে অগি্নসংযোগ, ভাঙচুর, ইট-পাটকেল নিক্ষেপ করে ক্ষতি সাধন করা হয়েছে৷

এ পরিস্থিতিতে নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে বৃহস্পতিবার বরিশাল জেলা বাস মালিক-শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়৷জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দের বৈঠক করেন জেলা পুলিশ সুপার একে এম এহেসানউল্ল্যাহ ও বিএমপির (বরিশাল মেট্রোপলিটন পুলিশ) ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার আবু সালেহ মো. রায়হান ৷

জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ বরিশাল-ঢাকা-বরিশাল রুট ঝুঁকিপূর্ণ হওয়ার বিষয়ে তাদের মতামত প্রদান করেন৷ এ ছাড়াও ঐ বৈঠকে দিনে বাস চলাচল ও রাতে ট্রাক চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়৷

এ ব্যাপারে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন জানান যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এই সদ্ধান্ত নিয়েছি৷তিনি জানান, আলোচনার এ সিদ্ধান্ত ঢাকায় কেন্দ্রীয় বাস মালিক সমিতির নেতৃবৃন্দকে জানানো হয়েছে৷ তাদের সিদ্ধান্ত আসলেই শুক্রবার রাত থেকেই ঢাকা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ রাখা হবে৷

যশোর: যশোরের বাঘারপাড়ায় রোববার হরতাল ডেকেছে স্থানীয় যুবদল ও ছাত্রদল৷বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার, কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি টিএস আইয়ূব এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মশিয়ার রহমানের মুক্তি দাবিতে এ হরতাল ডাকা হয়েছে৷বাঘারপাড়া উপজেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান শুক্রবার(১৬ জানুয়ারি) মোবাইল ফোনে হরতাল ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন৷এর আগে ১৩ জানুয়ারি বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মশিয়ার রহমান পুলিশের ওপর হামলা ও বোমা বিস্ফোরণের পৃথক দুইটি মামলায় উচ্চ আদালতের চার সপ্তাহের জামিন শেষে যশোর নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান৷

গত ০৫জানুয়ারি সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যা ও বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি টিএস আইয়ূব হোসেনকে পাঁচটি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক দেখিয়ে আদালতে পাঠায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)৷ওই মামলায় তিনি কারাগারে রয়েছেন৷ এছাড়াও ০৭ জানুয়ারি যশোরে তিনটি বাস পোড়ানো ও হেলপারকে পুড়িয়ে মারার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ জেলা বিএনপি-জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে৷ এসব মামলায় তারা পলাতক রয়েছেন৷

গাজীপুর: ২০ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে মিছিল করেছে গাজীপুর মহানগর শিবিরকর্মীরা৷শুক্রবার দুপুর এ মিছিল বের করে তারা৷গাজীপুর মহানগর শিবিরের সভাপতি ফুয়াদ হাসান পল্লবের নেতৃত্বে মিছিলটি ভোগরা থেকে শুরু হয়ে হারিকেনে এসে শেষ হয়৷

মিছিলে মহানগর শিবিরের সেক্রেটারি আহমেদ ইমতিয়াজ, শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, মহানগর প্রচার সম্পাদক হাসান মেহরাব, ভাওয়াল কলেজ শাখার সভাপতি আশরাফুল ইসলাম অংশ নেন৷

নীলফামারী:গোপন বৈঠক করার সময় নীলফামারীর সৈয়দপুরে জামায়াতের পৌর আমির ও সেক্রেটারিসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ৷শুক্রবার দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় জামায়াত নেতা আব্দুল কাদেরের বাড়ি থেকে তাদের আটক করা হয়৷

পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশে তারা গোপন বৈঠক করছিল, এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে সৈয়দপুর পৌর আমির মোস্তাকিম ও সেক্রেটারি সরফ উদ্দিন খানসহ ১৯জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়৷

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ওই বাড়ি থেকে অভিযানের সময় সাতটি মোটরসাইকেল, তিনটি বাইসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছ৷এছাড়া সিলেট, নড়াইল, গাইবান্ধা, নাটোর, নরসিংদী ও দিনাজপুরে বেশ কয়েকটি যানবাহনে অগি্নসংযোগ ও ভাঙচুর করেছে অবরোধ সমর্থকরা৷