binodon-sm20131229163526

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ জানুয়ারি: বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ০১ থেকে ০৫ ফেব্রুয়ারি ২০১৫ প্রতিদিন সন্ধ্যা ৬.০০টায় তালিকাভূক্ত ১০০ জন প্রতিশ্রুতিশীল কন্ঠ ও নৃত্যশিল্পীদের অংশগ্রহণে একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামীকাল ০১ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ৬.০০টায় একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচদিনব্যাপী সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের উদ্বোধন করবেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব জনাব মাহবুব আহমেদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক শেখ সাদী খান এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন একাডেমীর সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।উদ্বোধনী আলোচনা শেষে পরিবেশিত হবে মনোজ্ঞ সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান।