৯টি-দৈনিকসহ-১০টি-পত্রিকার-ডিক্লারেশন-বাতিল1

দৈনিকবার্তা-ময়মনসিংহ, ৫ ফেব্রুয়ারি: প্রকাশিত না হওয়ায় ময়মনসিংহ থেকে প্রকাশিত ৯টি দৈনিক ও একটি মাসিকসহ মোট ১০ পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে। ময়মনসিংহের জেলা প্রকাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী স্বাক্ষরিত পৃথক আদেশে গত আগস্ট মাসে দুটি এবং ৩ জানুয়ারি আটটি পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়। ডিক্লারেশন বাতিলকৃত পত্রিকাগুলো হলো- দৈনিক জাগ্রত বাংলা, দৈনিক আজকের স্মৃতি, দৈনিক শিপা, দৈনিক বাংলাপ্রেস, দৈনিক কিষাণের দেশ, দৈনিক জাগ্রত জনপদ, দৈনিক ইনসাফ, দৈনিক জনপদ ও দৈনিক সপ্তমহাদেশ এবং মাসিক আইন স্মরণী।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মল্লিকা খাতুন ডিক্লারেশন বাতিলের সত্যতা নিশ্চিত করে জানান, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী প্রদত্ত ক্ষমতাবলে গত আগস্ট মাসে দুটি এবং ৩ জানুয়ারি আটটি পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছেন। এর মধ্যে একটি মাসিক এবং ৯টি দৈনিক পত্রিকা রয়েছে। এসব পত্রিকা নিয়মিত পত্রিকা প্রকাশিত না হওয়ার কারণে ডিক্লারেশন বাতিল করা হয়েছে।