P1_oborodh-brihoshpotibar-s

দৈনিকবার্তা-ঢাকা, ৮ ফেব্রুয়ারি: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, মিথ্যা মামলা-হামলা নির্যাতন ও সরকারি এজেন্ট দিয়ে নাশকতা সৃষ্টির প্রতিবাদে লাগাতার অবরোধের মধ্যেই রোববার ভোর ৬টা থেকে সারাদেশে ৭২ ঘন্টার হরতাল শুরু হয়েছে৷নাশকতার আশংকায় রাজধানী ঢাকা সহ চাঁদপুর ও দিনাজপুরে ৭০ জনকে আটক করেছে পুলিশ৷ এছাড়া রাজধানীর আগারগাঁওয়ের ষাটফুট রাস্তায় রোববার পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জসিম নামে এক যুবকসহ তিনজন নিহত হয়েছেন৷ তাছাড়াও গাইবান্ধা ও বগুড়ায় দগ্ধ ২ জন মারা গেছে৷তবে হরতালের কোনো প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে৷ সকাল থেকেই রিকশা-অটোরিকশার পাশাপাশি চলছে সব ধরনের যানবাহন৷ সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চ, সংখ্যায় কম হলেও ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস৷যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন সড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী৷

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজধানীর বিভিন্ন স্থানে হাতবোমা হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন৷ তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ রোববার সন্ধ্যার পর এসব হামলার ঘটনা ঘটে৷সন্ধ্যা পৌনে ৭ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ককটেল বিস্ফোরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছেন৷ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহতরা হলেন; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমদাদুল হক (২২) ও ঢাকা কলেজের ছাত্র সবুজ (২৫)৷

আহতরা জানিয়েছেন, তারা একটি শহীদ মিনার সংলগ্ন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃর্বিভাগের গেটের সামনের একটি টং-দোকানে চা পান করছিলেন৷ এমন সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে৷একই ঘটনায় সাজিয়া সম্পা (২৫) নামে আরো এক তরুণী আহত হয়েছেন৷ তাকেও ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে৷এদিকে, রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে বিহঙ্গ পরিবহনের একটি বাসে হাতবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা৷ এতে গাজী রকিবুল ইসলাম (২৫) নামে এক যুবক আহত হয়েছেন৷ রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ হামলার ঘটনা ঘটে৷ আহত ব্যক্তির নাম গাজী রকিবুল ইসলাম (২৫)৷ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

আহত রকিব জানান, তিনি বিহঙ্গ পরিবহনের একটি বাসে করে মিরপুর যাচ্ছিলেন৷ এমন সময় বাসকে লক্ষ্য করে হাতবোমা হামলা চালায় দুর্বৃত্তরা৷ এতে তিনি গুরুতর আহত হন৷

রাজধানীর আগারগাঁওয়ের ষাটফুট রাস্তায় রোববার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জসিম নামে এক যুবক নিহত হয়েছেন৷ নিহত জসিমউদ্দিন মুন্সী (২৫) মিরপুরের কাজীপাড়া ফাজিল মাদ্রাসার ছাত্র ছিলেন৷হরতাল-অবরোধে বাসে পে ট্রোল বোমা নিক্ষেপে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন৷ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, আগারগাঁওয়ের ষাটফুট রাস্তা এলাকায় রোববার ভোর ৪টার দিকে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির সময় জসিম গুলিবিদ্ধ হয়ে মারা যান৷তিনি বলেন, জসিমকে আগারগাঁও থেকে আটক করা হয়েছিল৷ ভোরে তাকে নিয়ে তার অন্য সহযোগীদের ধরতে ষাটফুট রাস্তা এলাকায় গেলে তারা পুলিশের ওপর গুলি চালায়৷ আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়৷ এসময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন জসিম৷

পুলিশ কর্মকর্তা মাসুদ বলেন, স্থানীয় একটি ক্লিনিকে নেয়ার পর চিকিত্‍সকরা তাকে মৃত ঘোষণা করেন৷
দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে জসিমের লাশ সনাক্ত করেন তার ছোট ভাই আনিসুর রহমান মুন্সী৷ বরিশাল সদর উপজেলার আব্দুর রাজ্জাকের তিন ছেলে ও চার মেয়ের মধ্যে জসিম ছিলেন ষষ্ঠ৷ মাদ্রাসায় পড়লেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না তা জানাতে পারেননি তার ছোট ভাই৷
আনিসুর জানান, মিরপুরের মণিপুরের একটি মেসে থাকতেন জসিম৷ গত পরশু গাবতলীতে বোন হাফিজা বেগমের বাসায় গিয়েছিলেন উনি৷ গতকাল সেখান থেকে আসার পর আগারগাঁওয়ে পুলিশের হাতে আটক হন বলে আমরা জানতে পেরে৷কুমিল্লা: কুমিল্লা ও যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন দুই জন৷সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানিয়েছেন, রোববার ভোররাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা৷ এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়লে ৩ জন গুলিবিদ্ধ হয়৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে স্বপন নামে এক সন্ত্রাসীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিত্‍সক৷ জানা গেছে, স্বপন হত্যাসহ ২৮টি মামলার আসামি৷

এদিকে, যশোরে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাজু নামে চিহ্নিত এক সন্ত্রাসী নিহত হয়েছেন৷ ভোররাতে যশোর-খুলনা মহাসড়কের মুড়লি রেলক্রসিং এলাকার ইশমাম পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে৷রাজুর নামে হত্যাসহ মোট ৬টি মামলা রয়েছে বলে জানায় র্যাব৷

রংপুর অফিসঃ গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় দগ্ধ আবুল কালাম আজাদ (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে৷ এ নিয়ে ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো আট৷ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্‍সাধীন অবস্থায় রবিবার দুপুর ২টা ১০ মিনিটে মারা যান তিনি ৷ আবুল কালাম গাইবান্ধার সুন্দরগঞ্জের পাঠানপাড়া এলাকার আবদুল গফুরের ছেলে৷ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের প্রধান ডা. মারিফুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন৷ গাইবান্ধার সদর উপজেলায় সুন্দরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাপু এন্টারপ্রাইজের বাসটি শুক্রবার রাতে পেট্রোলবোমা হামলার শিকার হন৷ এতে ঘটনা স্থলে দগ্ধ হয়ে মারা যান এক শিশুসহ ৫জন এবং আহত হন ৪০ জনেরও বেশী৷

গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় বিএনপি-জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ২০ দলীয় জোটের ৯০ জন নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে৷ জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবু এবং সদর থানা বিএনপির সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোর্শেদ হাবীব সোহেলসহ অন্যান্য ২০ দলীয় নেতাকর্মীদের নামে সহকারী উপ-পরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় দন্ডবিধি ও বিশেষ মতা আইনে নামে এই মামলাটি (মামলা নং ০৩, তারিখ ০৭/০২/১৫) দায়ের করেন৷ এতে নামে ৬০ জন এবং বেনামে ৩০ জনকে আসামি করা হয়েছে৷ বিশেষ অভিযান চালিয়ে পুলিশ এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে৷ গ্রেফতারকৃতদের মধ্যে ১১ জনই নামীয় আসামি৷ গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার বড় ভবানীপুরের হাবিবুর রহমান হাবিব (২২), আব্দুল মালেক (৫০), মিরপুরের মাহবুবার রহমান (৪৮), সিরাজুল ইসলাম ওরফে সুমন (১৮), জেলা শহরের ফকিরপাড়ার আরিফ মিয়া ওরফে রিংকু মিয়া (২১), বগুড়ার শিববগঞ্জের হামিদুর রহমান (২২), সাদুল্যাপুরের বলদাগাড়ির মোস্তাকিল বিপ্লব (৩০), সাহার”ল (২৮), শফিউল (২২), পলাশবাড়ির মিজানুর রহমান (২৮), আবির আহমেদ (২০)৷

উল্লেখ্য, গাইবান্ধার তুলসীঘাট এলাকায় গত শুক্রবার ১১টায় ঢাকাগামী নাপু এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহি বাসে পেট্রোল বোমা হামলা চালায় অবরোধকারীরা৷ এতে দু’জন শিশুসহ ৭ জন নারী-পুর”ষের মৃতু্য হয়৷ এছাড়া পেট্রোলে দগ্ধ হয়ে আহত হয় ৩৩ জন৷ গুর”তর আহতদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন চিকিত্‍সাধীন রয়েছে ১৫ জন৷

বগুড়া: বগুড়ার শাজাহানপুরে আবারো ট্রাকে পেট্রোলবোমা হামলায় সহকারি আসিফ(৩২) চিকিত্‍সাধীন অবস্থায় রবিবার ভোরে মারা গেছে৷ চালক ও ব্যবসায়ীসহ দগ্ধ ৩ জন মৃতু্যর সাথে পাঞ্জা লড়ছে৷ নিহত ট্রাকসহকারি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনামুখি এলাকার আব্দুস সাত্তারের ছেলে৷ দগ্ধরা বগুড়া শহীদ জিয়াউররহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছে৷দগ্ধরা হলো, চালক বগুড়া সদর উপজেলার ছোট কুমড়া এলাকার আব্দুস সাত্তারের গোলাম মোসত্মফা (৩৫), নাটোর জেলার সিংড়ার উপজেলার খগশতি এলাকার খায়ের আলীর ছেলে ব্যবসায়ী আব্দুল আজিজ(৪০), একই উপজেলার চকনওগাঁ এলাকার শহিদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর (৩০)৷ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে বার্ন ও সাজিক্যাল বিভাগের সহকারি অধ্যাপক মোঃ শহিদুলস্নাহ দেওয়ান জানান, দগ্ধদের মধ্যে ট্রাকসহকারি আসিফের অবস্থা অনেকটাই আশঙ্কাজনক ছিল, রবিবার ভোরের মারা গেছে৷ বাকী দগ্ধ ৩ জনের মধ্যে ২ জনের অবস্থাও খুব একটা ভালো নয়৷ তাদেরকে নিয়ে সকালে সিদ্ধানত্ম গ্রহন করা হবে৷ প্রয়োজনে বাকীদেরকে ঢাকায় রিফার্ড করা হবে৷

উল্লেখ্য, শনিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা থেকে বগুড়াগামী একটি খালি ট্রাক বগুড়া-ঢাকা মহাসড়কের উপজেলার রম্নপিহাট এলাকায় পৌছিলে দুবৃত্তরা পেট্রোলবোমা নিৰেপ করে৷ এতে ট্রাক চালক, সহকারিসহ ৪ জন দগ্ধ হয়েছে৷ দগ্ধদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছিল৷

কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরম্নল ইসলাম তালুকদার (৪৭) নৃশংসভাবে খুন হয়েছে৷ তার বাম হাত, বাম পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে৷ তুলে ফেলা হয়েছে ডান চোখ৷ বরিবার বিকেলে একদল দুবর্ৃত্ত উপুর্যপরি নৃশংসভাবে কুপিয়ে গামুরিবুনিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাসত্মার পাশে মনিরকে অচেতন অবস্থায় ফেলে চলে যায়৷ স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আমতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্‍সক মৃত ঘোষণা করেন৷ জানাগেছে, বিকেল আনুমানিক ৪ টার দিকে মনিরুল ইসলাম শানত্মিপুর গ্রামের বাড়ি থেকে টমটমে আমতলীর কচুপাত্রা বাজারে যাচ্ছিল৷ পথিমধ্যে গামুরিবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে একদল সন্ত্রাসী তাকে টমটম থেকে নামিয়ে এলোপাতারি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়৷ কলাপাড়া থানার ওসি মোহাঃ আজিজুর রহমান জানান, নিহতের লাশ ময়না তদনত্মের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে৷ জড়িত সন্ত্রাসীদের গেফতারের চেষ্টা চলছে৷

ফেনী : ফেনীতে গত শনিবার রাতে দুবর্ৃত্তরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী-নোয়াখালী সড়কে একটি কভার্ডভ্যান, একটি ট্রাক ও একটি পিকআপে পেট্রল বোমা নিক্ষেপ করে৷ এতে তিন গাড়ীর তিনজন দগ্ধ হয়৷ তাদের একজনকে ফেনী সদর হাসপাতালে ও একজনকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷

পুলিশ, হাসপাতাল ও প্রত্যৰদর্শীদের ভাষ্যমতে গত শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের কাজীর দিঘী নামক স্থানে দুবর্ৃত্তরা একটি কভার্ডভ্যান লৰ করে ইটপাটকেল, ককটেল ও পেট্রল বোমা নিৰেপ করে৷ এতে কভার্ডভ্যানের চালক মো. পারভেজ (৩৫) দগ্ধ ও আহত হয়৷ তিনি ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর কৃষ্ণজয় গ্রামের বাসিন্দা৷ তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
একই রাতে ফেনী-নোয়াখালী সড়কের দাগনভঁূঞা উপজেলার আমিরগাঁও এলাকায় দুবর্ৃত্তরা একটি সবজি বোঝাই পিকআপ লৰ করে পেট্রল বোমা নিৰেপ করে৷ এতে চালক আবদুস সামাদ (৪০) দগ্ধ হয়৷ তাকে প্রথমে দাগনভঁূঞা উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানানত্মর করা হয়েছে৷ ট্রাক চালক আলা উদ্দিন জানান, ফেনী-নোয়াখালী সড়কের দাগনভঁূঞার সিলোনীয়া বাজার এলাকায় লৰীপুরগামী সার বোঝাই একটি ট্রাকে পেট্রল বোমা ছোয়া হলে ট্রাকের সহকারী লোকমান হোসেন (২৫) দগ্ধ হয়৷ তাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এদিকে একই রাতে ফেনী-নোয়াখালী সড়কের ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজারের পূর্ব পাশে দুবর্ৃত্তরা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবিহীন বাসে অগি্নসংযোগ করে৷ খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পেঁৗছে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা করে৷ বাসটি সম্পূর্ন পুড়ে গেছে৷

ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. সামছুল আলম সরকার একটি কভার্ডভ্যান ও একটি পিকআপে পেট্রলবোমা নিৰেপের ঘটনায় দুইজন আহত ও একটি দাঁড়িয়ে থাকা বাসে অগি্নসংযোগের সত্যতা নিশ্চিত করেছেন৷ তবে তিনি সিলোনীয়া এলাকায় ট্রাকে বোমা নিৰেপের ঘটনা অবহিত নয় বলে জানান৷আলতাফ হোসেন বাবু, সাতক্ষীরা ঃ সাতক্ষীরায় পুলিশের অভিযানে জেলা জামায়াতের আমীর সাবেক এমপি মাওঃ আব্দুল খালেক মন্ডল গ্রেপ্তার হয়েছে৷ সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ গোলাম রহমানের নেতৃত্বে রবিবার বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার খলিল নগর মাওঃ আব্দুল খালেক মন্ডলের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুিলশ৷ গ্রেপ্তার হওয়া মাওঃ আব্দুল খালেক মন্ডলের বিরুদ্ধে সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক আব্দুল্লাহ আল মামুন হত্যা মামলার আসামী৷ এছাড়া মাওঃ আব্দুল খালেক মন্ডলের বিরুদ্ধে ঘরবাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠানে অগি্ন সংযোগ, লুটপাট, নাশকতা, সহিংসতা, সরকারি গাছকাটা, রাস্তাকাটাসহ রাষ্ট্রদ্রহী প্রায় ২৫টি মামলা রয়েছে৷ খালেক মন্ডল দীর্ঘদিন যাবত পলাতোক থাকার পর রবিবার বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়৷

বরগুনা প্রতিনিধি:হরতালের নাশকতার আশঙ্কায় বরগুনা জেলা ছাত্রশিবিরের সভাপতিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ৷ শনিবার রাতে শহরের উপকন্ঠে কেওড়াবুনিয়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তারকৃতরা হলেন জেলা ছাত্র শিবিরের সভাপতি ইফতেখার হাসান ফরিদ(২৫) এবং শিবির কমর্ী খায়রুল বাশার(২০)৷ পুলিশ জানায়, শনিবার রাত আটটার দিকে হরতালের নাশকতা সৃষ্টির জন্য সংঘবদ্ধ হওয়ার জন্য কেওড়াবুনিয়া যাওয়ার পথে শিবিরের সভাপতি ইফতেখার হাসান ফরিদ ও শিবিরের কমর্ী খায়রম্নল বাশারকে গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তারের পর ফরিদ শিবিরের সভাপতি পরিচয় গোপনের চেষ্টা করলে জিজ্ঞাসাবাদে তা স্বীকার করে৷বরগুনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতর্া(ওসি) রিয়াজ হোসেন পিপিএম জানান, গত হরতালের সময় রাসত্মা কাটা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে৷ পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে৷

গৌরনদী (বরিশাল) :বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়ায় ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপে তিনজনের প্রাণহানীর ঘটনায় বিএনপির, জামায়াত ও সর্বহারা ৪৭ নেতা-কমর্ীদের বিরম্নদ্ধে মামলা দায়ের করেছে৷ গৌরনদী থানার উপপরিদর্শক জুবায়ের বাদি হয়ে হয়ে এ মামলা দায়ের করেন৷ মামলায় আসামি করা হয়৷ গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক লোকমান হোসেন মৃধা, উপজেলা সেচ্ছা সেবক দলের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান তাইফুর রহামান কচি, উজিরপুর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইদুর ইসলাম, জামায়াতের বাটাজোর ইউনিয়নের সেক্রেটারী বাদশা বালী, জামায়াত নেতা মাওলানা বজলুর রহমান, সর্বহারা নেতা অলক সেলিম, বাঘা দুলালসহ ৩২ জনের নাম উলেস্নখসহ ৪৭ জনকে আসামি করা হয়৷

মামলার তদনত্মকারী কর্মকতর্া গৌরনদী থানার পরিদর্শক (তদনত্ম) হুমায়ন কবির জানান, বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেন বাবুলকে রবিবার দুপুরে বাটাজোর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়৷এরপূর্বে শনিবার রাতে পুলিশ একই মামলায় জামায়াত নেতা মো. বাদশা বালী, বিএনপি নেতা কালু সরদার, ছাত্রদল নেতা সাইদুল ইসলাম, তুহিন আকন, ব্যবসায়ী তোতা মিয়া ও ছাত্রলীগ কর্মী মিলন বয়াতীকে গ্রেপ্তার করেছে৷

নারায়ণগঞ্জ: জেল-জুলুম, হামলা-মামলা ও শত নির্যাতন করেও স্বৈরাচারি সরকার তার পতন ঠেকাতে পারবে না৷ অত্যাচারির পতন অনিবার্য৷ নির্যাতনের মাত্রা যত বাড়বে পতন তত তরান্বিত হবে৷ ইনশাল্লাহ জনগনের বিজয় হবেই৷ নারায়ণগঞ্জ সদর থানার দ্রুত বিচার আইনের (৬(১)/১৫) মামলার ধাযর্্য তারিখে আদলতে হাজিরা দিয়ে কারাগারে নেয়ার সময় প্রিজন ভ্যানে উঠার আগ মুহূর্তে উপস্থিত নেতাকর্মী ও জনতার উদ্দেশ্যে চিত্‍কার করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক এটিএম কামাল এসব কথা বলেন৷রবিবার সদর থানার দ্রুত বিচার আইনের মামলার ধার্য্য তারিখ থাকায় এটিএম কামালকে সকাল ৯টায় কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়৷ মামলাটির চার্জ শিট আদালতে গৃহীত হয়েছে৷ মামলার প্রধান আসামি এটিএম কামাল সহ মামলাটির চার্জ শিট ভুক্ত আসামি ১৭ জন৷
এর আগে ২৬ জানুয়ারি দ্রুত বিচার আইনের এই মামলায় পুলিশ এটিএম কামালের ৫ দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল৷

উল্লেখ্য, গত ২১ জানুয়ারী সকালে শহরের হাজীগঞ্জ এম সার্কাস এলাকাতে অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল বের করার সময়ে পুলিশ এটিএম কামালকে গ্রেপ্তার করে৷ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সাধারন সম্পাদক এটিএম কামালের বিরুদ্ধে সামপ্রতিক অবরোধে দেয়া দ্রুত বিচার আইনে মামলা সহ সর্বমোট ৪০ এর অধিক মামলা রয়েছে৷

এদিকে, নারায়ণগঞ্জ উপজেলার সিদ্ধিরগঞ্জের পূর্ব সানারপাড় থেকে ভোরে পাঁচটি পেট্রলবোমাসহ সেলিম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ৷ সেলিম ওই এলাকার মাহবুবের ছেলে৷রোববার ভোরে তাকে আটক করে পুলিশ৷সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷তিনি জানান, উপজেলার সিদ্ধিরগঞ্জের পূর্ব সানারপাড় থেকে রোববার ভোরে তাকে আটক করা হয়৷ এ সময় সেলিমের কাছ থেকে একটি মোবাইল সিম উদ্ধার করা হয়৷

নীলফামারী :নীলফামারী জেলা জামায়াতের রোকন ইমদাদুল হককে (৫০) গ্রেফতার করেছে পুলিশ৷ ইমদাদুল হক সদর উপজেলার দুহুলী গ্রামের মৃত ইরফান উদ্দীনের ছেলে ও জেলা জামায়াতের একজন রোকন৷ গতকাল শনিবার ভোরে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়৷ নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা জানান, চলমান অবরোধে নাশকতা সৃষ্টির আশংকায় তাকে গ্রেফতার করা হয়েছে৷ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়৷

ময়মনসিংহঃ ময়মনসিংহে বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় দক্ষিণ জেলা যুবদল সভাপতি শামীম আজাদসহ ৭ জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ৷ এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ৫-৭ জনকে৷

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে শনিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেন৷

রবিবার কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম স্থানীয় সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন৷তিনি জানান, এ মামলায় এজাহারনামীয় ২ জনসহ মোট ৪ আসামিকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে৷ বাদ বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে৷প্রসঙ্গত, শনিবার রাত ১০ টার দিকে ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি রোড এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে অজ্ঞাতনামা দুবর্ৃত্তরা৷এ ঘটনায় ৩ যাত্রী দগ্ধ হন৷

চট্টগ্রাম : চট্টগ্রামের আগ্রাবাদ সিজিএস কলোনির আওয়ামী লীগ অফিসে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ভর্তি পেট্রলবোমা ও ৪টি খালি বোতল উদ্ধার করেছে পুলিশ৷ তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ৷রোববার সকাল ৮টার দিকে এসব পেট্রলবোমা উদ্ধার করা হয়৷ডবলমুড়িং থানার এসআই আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷ তবে আওয়ামী লীগ অফিসের কথা তিনি জানেন না বলে জানিয়েছেন৷

কুমিল্লা : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম গ্রামের রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ২০টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ৷শনিবার রাতে এ পেট্রলবোমাগুলো উদ্ধার করা হয়৷মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷

নাটোর : অবরোধ ও হরতালে নাশকাতা ঘটাতে পারে এমন আশঙ্কায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বেলাল উদ্দিনসহ বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ৷শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়৷নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক জানান জানান, জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে৷অভিযানকালে জেলার বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বেলাল উদ্দিনসহ দুই জন, লালপুর উপজেলা থেকে জামায়াতের দুই কর্মী, গুরুদাসপুর উপজেলা থেকে জামায়াতের দুই কর্মী ও বিএনপির এক কর্মীকে আটক করা হয়৷ এছাড়াও সদর উপজেলা থেকে চারজনকে আটক করা হয়েছে৷

পাবনা : চলমান সরকার বিরোধী আন্দোলনে হরতাল ও অবরোধে নাশকতার আশঙ্কায় জেলার ১০ থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মীসহ ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে৷অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চাটমোহর থানা যুবদলের সভাপতি, জামায়াত ও বিএনপির ৯ নেতাকর্মী এবং ৫১ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়৷ তাদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তি