world-2-1423749675

দৈনিকবার্তা-ঢাকা, ১২ ফেব্রুয়ারি: বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দ উঠল বিশ্বকাপ ক্রিকেটের একাদশতম আসরের৷ বিশ্বকাপের ম্যাচ শুরু হবে ১৪ ফেব্রুয়ারি৷ তার আগে বৃহস্পতিবার হয়ে গেল উদ্বোধন৷উদ্বোধনী অনুষ্ঠানটি একই সময়ে দুই আয়োজক দেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় শুরু হয়৷অস্ট্রেলিয়ার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় মেলবোর্নের সিডনি মায়ার মিউজিক বোলে৷আর নিউজিল্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানটির ভেনু্য ক্রাইস্টচার্চ৷ দুই দেশের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের সংস্কৃতি, নৃত্য আর ক্যাটওয়াক পরিবেশন করা হয়৷ বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ উপ-মহাদেশের শিল্পীরাও দর্শকদের নাজর কাড়েন৷ বিশেষ করে বাংলাদেশ সাংস্কৃতিক দলের গাওয়া চলো বাংলাদেশ\’ থিমসং উপস্থিত দর্শকদের কাছে বাংলাদেশকে আবারো নতুন করে পরিচয় করিয়ে দেয়৷

100653_1

উদ্বোধনী অনুষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশন সরাসরি সমপ্রচার করে৷সর্বশেষ ১৯৯২ সালে যৌথভাবে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড৷ ২৩ বছর পর আবার যৌথভাবে এই আসরের আয়োজন করতে পারায় উদ্বোধনী অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে চেষ্টার কোনো কমতি ছিল না দুই আয়োজক দেশের৷ বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের মন জয় করে জমকালো ও আকর্ষণীয় সব পারফরম্যান্স পরিবেশন করা হয়৷

চার বছর পর আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে ব্যাট-বলের লড়াই৷ আয়োজক যৌথভাবে দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড৷ ফলে উদ্ধোধনী অনুষ্ঠানও দুইবার হয়েছে৷ বৃহস্পতিবার অর্থাত্‍, মূলযজ্ঞ শুরুর দুই দিন আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচাচেৃর হাগলি ওভালে ও অস্ট্রেলিয়ার মেলবোর্নে শেষ হয়েছে বিশ্বকাপের নয়নাভিরাম উদ্বোধনী অনুষ্ঠান৷ মেলবোর্নের সিডনি মায়ার মিউজিক বোলে উদ্ধোধনীর আনুষ্ঠানিক ঘোষণা দেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ওয়ালি অ্যাডওয়ার্ডস৷ শুরু হয় আতশবাজি, গান, আর নানা রকম ডিসপ্লে৷ এর মধ্যে আকষর্ণীয় ছিল রোবট আকৃতির এক বড় ব্যাটসম্যান৷ যা পেছন থেকে মূলত নিয়ন্ত্রণ করেছে কলাকুশীলরা৷ ধীরে ধীরে রান নেয়া, ছক্কা হাকানোসহ নানা রকম শটই খেলেছে ব্যাটসম্যান৷

1111

উপস্থিত ছিলেন ১৪টি দেশের অধিনায়কদের সঙ্গে ছিলেন বিশ্বকাপের সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা৷ ক্রিকেটের রথী-মহারথীদের মিলনমেলায় সুরের মূর্ছনায় মোহাবিষ্ট করেন পপতারকা জেসিকা হিলডা মাওবো, টিনা এরেনাসহ আরও অনেকেই৷ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হয় অংশগ্রহণকারী দেশগুলোর সাংস্কৃতিক বৈচিত্র্য৷ তারপর লাল-নীল-সবুজ-বেগুনি অজস্র আলোর ঝলকানি আর আতশবাজির ভেলকিতে মুগ্ধ হন আগত দর্শকরা৷

এর আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হাগলি ওভালে ব্লাক ক্যাপসরা নিজেদের ইতিহাস-ঐতিহ্যে পর্দা ওঠানোর চেষ্টা করেছে৷ অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন নিউজিল্যান্ড ক্রিকেটের তিন দিকপাল কিংবদন্তি রিচার্ড হ্যাডলি, সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিং এবং বর্তমান অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম৷ নিউজিল্যান্ডের কিংবদন্তি সব খেলোয়াড়ের অংশগ্রহণে একটি স্পেশাল ভিডিও ফুটেজ দেখানো হয় পর্দায়৷ সংগীত পরিবেশন করে সবার মন মাতান সোল থ্রি মায়ো (নিউজিল্যান্ডের গায়ক-ত্রয়ী), জিনি ব্ল্যাকমোর, হেইলে ওয়েস্টেনের মতো তারকা শিল্পীরা৷ সঙ্গে আকাশ আলো করা আতশবাজিতো ছিলই৷

দ্বিতীয়বারের মতো তাসমান প্রতিবেশীরা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরটির আয়োজক৷ এর আগে ১৯৯২ বিশ্বকাপের আয়োজন করেছিল দেশ দুটি৷ ২৩ বছরের ব্যবধানে বদলেছে অনেক কিছুই, কিন্তু কমেনি ক্রিকেটের প্রতি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সমর্থকদের ভালোবাসা-অনুরাগ৷ তাই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে তাকই লাগিয়ে দিতে চেয়েছেন এবারের আসরের আয়োজকেরা৷১৪ ফেব্রুয়ারী শুরু হবে মাঠের লড়াই৷ উদ্ধোধনী দিনে ম্যাচ রয়েছে দুটি৷ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মুখোমুখি হবে শ্রীলংকা ও নিউজিল্যান্ড৷ একইদিন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড৷