_20668_17-02-15_h

দৈনিকবার্তা-ফেনী, ১৭ ফেব্রুয়ারি: ফেনীর দাগনভূঞার কৃতি সন্তান ভাষা শহীদ আবদুস সালামকে নিয়ে বই লিখেছেন আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম। ‘বৃহত্তর নোয়াখালী অহংকার ভাষা শহীদ আবদুস সালাম’ গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠান মঙ্গলবার ফেনীর দাগনভূঞার সালাম নগরে সালাম গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে থেকে বইটির মোড়ক উম্মোচন করেন ভাষা শহীদ সালামের ছোট ভাই আবদুল করিম।দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বীকন মডেল কলেজের প্রভাষক আবদুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রন্থটির লেখক আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম, সাপ্তাহিক ফেনীর প্রত্যয়’র সহ সম্পাদক এম.এম রহমান সোহেল, ভাষা শহীদ সালামের ভাতিজি ও গ্রন্থাগারিক খাদিজা বেগম মেহেদী।

মোড়ক উম্মোচন করতে গিয়ে আবদুল করিম বলেন, আমাদের পরিবার ও আমি এজন্য গর্বিত যে আমার ভাই, মায়ের ভাষা কেড়ে নেয়ার সংগ্রামে শহীদ হয়ে আজীবন বাঙ্গালীর হৃদয়ে বেঁচে থাকবেন। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করেছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর সংলগ্ন লক্ষণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি আজো ভাষা শহীদ সালামের নামে প্রতিষ্ঠিত হয়নি। তিনি এব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।লেখক মোঃ ফখরুল ইসলাম তার বক্তব্যে গর্ববোধ করে বলেন, ৬৩ বছর পরে হলেও এ মহান ভাষা শহীদের জীবনী লিখে বর্তমান ও আগামী প্রজন্মেকে অনেক অজানা দূর্লভ তথ্য জানানোর চেষ্টা করেছেন।