shilpokola-0120140519151337

দৈনিকবার্তা-ঢাকা, ২০ ফেব্রুয়ারি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ২০১৫ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে বাংলাদেশে অবস্থিত বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসের অংশগ্রহণে বিভিন্ন ভাষায় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠানের মাধ্যমে ২১ ফেব্রুয়ারি বেলা ৩.০০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধনী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ নন্দনমঞ্চে সন্ধ্যা ৬.০০টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামীকাল ২১ ফেব্রুয়ারি ২০১৫ শনিবার বেলা ৩.০০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একাডেমীর জাতীয় চিত্রশালার ১নং গ্যালারিতে চলছে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা একাডেমীর ৪১ বছরের তথ্যভিত্তিক সপ্তাহব্যাপী প্রদর্শনী, একাডেমীর জাতীয় নাট্যশালার ইন্ট্যারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ (লিফট-৫), প্রতিদিন সন্ধ্যা ৬.০০টা থেকে বিভিন্ন দেশ/ভাষার চলচ্চিত্র নিয়ে ১৭-২৮ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে চলচ্চিত্র প্রদর্শনী ২০১৫ এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও বাংলাদেশ পথনাটক পরিষদ এর সহযোগিতায় ০১ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০১৫ প্রতিদিন বিকেল ৫.৩০টা থেকে দলীয় নৃত্য, পথ নাটক ও মঞ্চ নাটকের সমন্বয়ে সোহ্রাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাসব্যাপী অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজ ২০ ফেব্রুয়ারি লায়লা হাসান এর নৃত্য পরিচালনায় নটরাজ এর পরিবেশনায় দুইটি দলীয় নৃত্য, আশিক সুমন এর রচনা ও নির্দেশনায়, গতি থিয়েটার এর পরিবেশনায় পথনাটক কদাকার ’ এবং লিয়াকত আলী লাকী এর রচনা ও নির্দেশনায় লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী) এর পরিবেশনায় নাটক ‘মুজিব মানে মুক্তি’ মঞ্চস্থ হয়।