Aditmari-Sarnbna-Moti-Pic-

দৈনিকবার্তা-লালমনিরহাট,২৩ফেব্রুয়ারি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্নামতি সেতুর পাটাতন ভেঙ্গে যাওয়ায় লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে৷রোববার রাত সাড়ে ৯টায় ভারি ট্রাক পারাপারের সময় একটি পাটাতন সরে গেলে যোগাযোগ বন্ধ হয়৷আদিতমারী থানার উপ পরিদর্শক(এসআই) শাহীন আক্তার জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা পাথর বোঝাই কয়েকটি ট্রাক সেতু অতিক্রম করলে সেতু’র একটি পাটাতন সামান্য একটু সরে গেলে ভারি যানবাহন চলাচলের অনুপযুগি হয়ে পড়ে৷ তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি৷

এতে উভয় পাশ্বর্ে দেড় ঘন্টায় শতাধিক ট্রাক আটকা পড়েছে৷ আটকা পড়া ট্রাক ও সেতুর নিরাপত্তাবিধানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ তবে সেতু দিয়ে ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে৷ জরম্নরী কিছু ভারি যানবাহন আদিতমারী ভেলাবাড়ি বাইপাস সড়ক হয়ে যাতায়ত করছে৷লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগকে বিষয়টি অবগত করা হয়েছে রাতের মধ্যেই মোরামত করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা৷লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে আদিতমারী উপজেলা সদরের অনতিদুরে স্বর্নামতি সতি নদীর উপর নির্মিত স্বর্নামতি সেতুটি অনেক আগেই মেয়াদ উত্তীনর্্ন হওয়ায় পাটাতন বসানো হয়৷ দীর্ঘ প্রায় এক যুগ ধরে জোরাতালি দিয়ে যোগাযোগ সচল রেখেছে সড়ক ও জনপদ বিভাগ৷ লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেতুটি মেরামত করতে শ্রমিকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রহনা হয়েছেন৷ দিনের মধ্যেই পাটাতন মোরামত করে যোগাযোগ স্বাভাবিক করা হবে৷