64879_joypurhat

দৈনিকবার্তা-পাঁচবিবি(জয়পুরহাট), ২৩ ফেব্রুয়ারি: জয়পুরহাটে ১৪ দলের সমাবেশে ২টি ককটেল বিস্ফোরণের ঘটনায় ২টি ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৮ জন আহত হয়েছে৷ এঘটনাকে কেন্দ্র করে জেলা বিএনপি কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে৷ এছাড়া বিএনপি-জামায়াত সমর্থকের ১টি দোকান ও ১টি অফিস ভাংচুর করা হয়েছে৷ প্রত্যক্ষদর্শী জানায় রবিবার বেলা ৫টায় স্থানীয় কেন্দ্রীয় মসজিদ চত্বরের মুক্তমঞ্চে জেলা আ’লীগের উদ্যোগে এক সমাবেশ শুরম্ন হলে তার কিছুৰণ পর প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন বক্তব্য রাখছিলেন সে সময় মঞ্চের সামনে পর পর ২টি ককটেল বিস্ফোরণ হয়৷ ককটেলের আঘাতে ১৮ জন আ’লীগের নেতাকর্মী আহত হয়৷

আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ ঘটনার পর পরই সমাবেশস্থল হতে বিৰুদ্ধ নেতাকর্মীরা একযোগে রেল লাইনের পাশ্বর্ে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও অগি্নসংযোগ করে৷ এসময় পুরো শহরে আতংক ছড়িয়ে পড়ে৷ শহরের বিভিন্ন পেশাজীবী সংগঠনের অফিসে ও শহরের মাছুয়া বাজার মোড়ে অবস্থিত সেবা ইন্টারন্যাশনাল নামক চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়৷

এসময় পুলিশ রাসত্মায় দাড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে৷ ঘন্টাব্যাপী তান্ডবের পর নেতাকর্মীরা কেন্দ্রীয় মসজিদ চত্বরের মুক্তমঞ্চে ত্যাগ করলে পরিস্থিতি শানত্ম হয়৷ এরপর ফায়ার সাভিস বিএনপি অফিসে গিয়ে আগুন নিভিয়ে ফেলে৷ ১৪ দলের সমাবেশে ককটেরে আঘাতে ১৮ জন আহত হয়৷ আহতরা হলেরন জয়পুরহাট মহিলা আ’লীগের সভানেত্রী রেবেকা সুলতানা, সাবেক সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, শফিকুল, ছানোয়ার, ফিরোজা, নাজমা, সালমা, হামিদুল, বাবুল, শাহাদত হোসেন, ফরিদ উদ্দিন, মোসাদ্দেক, আঃ মতিন, মুনজু সরকার, মজিবর রহমান, তফিজ উদ্দিন, মিঠু ও মুক্তিযোদ্ধা মজিবর রহমান দেওয়ান৷ এদের মধ্যে ৭ জনের অবস্থা গুরম্নতর হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷