Kawran Bazar

দৈনিকবার্তা-ঢাকা, ৭ মার্চ: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় শনিবার বিকেল তিনটার দিকে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়েছে৷ এতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন৷ ওই এলাকা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর পার হওয়ার মিনিট খানেকের মধ্যে কারওয়ান বাজারের দিকে পাতাল সড়কের (আন্ডার পাস) প্রবেশমুখের কাছে সড়কে ককটেলগুলো বিস্ফোরিত হয়৷

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো সড়কজুড়েই কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়৷ ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু সদস্য সতর্ক অবস্থানে ছিলেন৷ এর মধ্যেই পাতাল সড়কের প্রবেশমুখের কাছে সড়কে পরপর অন্তত চারটি ককটেল বিস্ফোরিত হয়৷ ওই সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর শাহবাগের দিকে চলে যায়৷ককটেলের সি্প্লন্টারে ঘটনাস্থলে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব আহত হয়েছেন৷ তাঁকে পুলিশ বহনকারী একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ শনিবার দুপুরে এই বিস্ফোরণের কিছু সময় আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর কারওয়ান বাজার এলাকা অতিক্রম করেছিল৷

এই বিস্ফোরণে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন৷তিনি বলেন, প্রধানমন্ত্রী যাওয়ার ১০ মিনিট পর কারওয়ান বাজারের আন্ডারপাসের কাছে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে৷৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বিস্ফোরণে তেজগাঁও থানার এএসআই মাহবুব সামান্য আহত হলেও তা গুরুতর নয় বলে ওসি জানান৷ সে এখন ডিউটি করছে, বলেন পুলিশ কর্মকর্তা মাজহার৷

এদিকে, বিএনপি জোটের হরতাল-অবরোধের মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশমুখী আওয়ামী লীগ সমর্থকদের একটি বাসে সচিবালয়ের কাছে হাতবোমা হামলা হয়েছে৷শনিবার বিকালে শিক্ষা ভবনের সামনের এই হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন৷ তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলেন, রাজধানীর রামপুরা থেকে বাসটিতে করে আওয়ামী লীগের কর্মীরা এসেছিলেন সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দিতে৷শিক্ষা ভবনে থামিয়ে বাসযাত্রীরা নামার পরপর ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটে৷ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে পিটুনি দিয়েছেন মিছিলকারীরা৷বিস্ফোরণে ১৪ জন আহত হয়েছেন, তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্‍সা নিয়েছেন৷

আহতদের মধ্যে রয়েছেন- ২২ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম (৫৫), ২৩ নম্বর ওয়ার্ড আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলকাস আলী (৫২), ২৩ নম্বর যুব মহিলা লীগের সভানেত্রী শারমিন আক্তার, রামপুরা থানা আওয়ামী লীগের নেতা আবু তাহের (৫৫), ঢাকা মহানগর (দক্ষিণ) স্বেচ্ছাসেবক লীগের সদস্য নাজমুল হাসান নাজু, শ্যামপুর থানা আওয়ামী লীগের কর্মী আহমদ আলফাজ উদ্দিন, মোটর চালক লীগের সদস্য মো. স্বপন, আব্দুল কুদ্দুস (৪৮), শাহআলম (৪০), মো. মইনুল (৪০), মো. শামীম(৩২), লিখন (১৮), মো. সেলিম হোসেন আনু, মো. ওবায়দুল (২২)

শনিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে৷ আহত মিছিলকারী ও গণপিটুনির শিকার তিনজনকে ঢাকা মেডিকেলকলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রামপুরা থেকে আওয়ামী লীগের একটি মিছিল সোহরাওয়ার্দী উদ্যানের জনসভার দিকে যাচ্ছিল৷ মিছিলটি শিক্ষা ভবনের সামনে পৌঁছালে দুবর্ৃত্তরা মিছিলটি লক্ষ্য করে তিন থেকে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়৷ এতে অন্তত ১০ জন মিছিলকারী আহত হন৷ পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে পিটুনি দিয়েছে মিছিলকারীরা৷ আহত ও গণপিটুনি খাওয়া তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷

এদিকে একই সময়ে শাহবাগ মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় হাসান (২৫) নামের এক যুবককে পিটুনি দিয়েছে জনতা৷ পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খায়রুল৷ অন্যদিকে, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের জনসভাকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে ও আশপাশের এলাকায় যানজট দেখা দিয়েছে৷ কারওয়ান বাজার, ফার্মগেট ও শাহবাগ এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে৷ শাহবাগ থানার সামনে দিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না৷

জনসভাকে কেন্দ্র করে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন৷ এখনো খণ্ড খণ্ড মিছিল নি েয় বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ মিছিল নিওেয় যাচ্ছে৷ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিল পদপ্রার্থীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শোডাউন করছেন৷শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইদুল হক ভূইয়ার ভাষ্য, নিরাপত্তার কারণে তাঁরা জনসভার আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করছেন৷বাংলাদেশ আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে৷ জনসভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷