nahid1

দৈনিকবার্তা-ঢাকা, ০৭ মার্চ: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মার্চ মাসের মধ্যেই এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে। আর আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা।শনিবার মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় সম্মুখে এসএসসি পরীক্ষার শত শত অভিভাবকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।মন্ত্রী পরীক্ষা শেষ হবার ৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলেও অভিভাবকদের আশ্বস্ত করেন। তিনি অভিভাবকদের মতামত ও পরামর্শ ধৈর্য সহকারে শোনেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট ১৫ লক্ষ এসএসসি পরীক্ষার্থীসহ সাড়ে পাঁচ কোটি শিক্ষার্থীর কথা বিবেচনা করে তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেনি, এমনকি কোনো রকম ছাড়ও দেয়নি। তবে তিনি আবারো তাদের বিবেক জাগ্রত হবার আশাবাদ ব্যক্ত করেন।এ সময় মন্ত্রীর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।