370

দৈনিকবার্তা-খুলনা, ১৭ মার্চ: খুলনা প্রেস ক্লাব চত্বরে সোমবার রাতে দুস্কৃতকারীদের বোমা হামলার প্রতিবাদ ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাব চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন. ২৪ঘন্টার মধ্যে বোমা হামলাকারীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে। বক্তারা সন্ত্রাস নাশকতার বিরুদ্ধে সাংবাদিকদের সুদৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। এদিকে বোমা হামলার ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা মেট্রোপলিপন পুলিশ কমিশনারের নিকট ক্লাবের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হবে।

খুলনা প্রেস ক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়-এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্ন, এ কে হিরু, শেখ আবু হাসান ও ফারুক আহমেদ, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অমিয় কান্তি পাল, সহ-সভাপতি মোঃ ফরিদ আহমেদ, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন, মোঃ সাহেব আলী, ক্লাবের যুগ্ম-সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ক্লাবের সহকারী সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, ক্লাবের কার্যনির্বাহী সদস্য মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, ক্লাব সদস্য গৌরাঙ্গ নন্দী, মোঃ হুমায়ুন কবীর, হাসান আহমেদ মোল্লা, মোঃ রাশিদুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, কৌশিক দে ও আবু হেনা মোস্তফা জামাল, ক্লাবের ইউজার সদস্য এস এম নূর হাসান জনী প্রমুখ।

এছাড়াও মঙ্গলবার প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন নাগরিক ফোরাম খুলনার চেয়ারপার্সন মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম ও বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ মোশাররফ হোসেন এদিকে মঙ্গলবার সকালে খুলনা প্রেস ক্লাবে গিয়ে সংহতি প্রকাশ ও সমাবেশের সফলতা কামনা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি। এর আগে সোমবার রাতে বোমা হামলার ঘটনার পর খুলনা প্রেস ক্লাবে গিয়ে উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের কাছে ব্যক্ত প্রতিক্রিয়ায় ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি।

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ কে এ সরোজ নুন, ক্লাবের কোষাধ্যক্ষ কাজী শামীম আহমেদ, সহকারী সম্পাদক আবুল হাসান হিমালয় ও গাজী মনিরুজ্জামান, কার্যনির্বাহী পরিষদের সদস্য কাজী আমানুল্লাহ, মোঃ হাবিবুর রহমান, শেখ মাহমুদ হাসান সোহেল, দেবব্রত রায়, মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ এরশাদ আলী, ক্লাব সদস্য অমল সাহা, অরুণ সাহা, আলহাজ্ব মোঃ আবু তৈয়ব, মোঃ শাহ আলম, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, মোঃ মোস্তফা সরোয়ার, শেখ আব্দুল্লাহ, দেবনাথ রনজিৎ কুমার, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, আশরাফুল ইসলাম বাচ্চু, আলমগীর হান্নান, সামছুজ্জামান শাহীন, মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, সোহেল মাহমুদ, সাদ আহমদ খান, ক্লাবের ইউজার সদস্য মোঃ মিজানুর রহমান মিল্টন, আবু নুরাইন খোন্দকার, মাহবুবুর রহমান মুন্না, আশরাফুল ইসলাম নূর, মোঃ নাহিদ আঞ্জুমান নয়ন, আহমদ মুসা রঞ্জু, মোঃ নেয়ামুল হোসেন কচি, অভিজিৎ পাল, আল মাহমুদ প্রিন্স, রীতা রানী দাস, জয়নাল ফরাজী,শশাংক শেখর স্বর্ণকার, মোঃ মিদুল ইসলাম মৃদুল, এম এ জলিল, সেলিম গাজী প্রমুখ।