আটক

দৈনিকবার্তা-বেনাপোল, ১৭ মার্চ: অবৈধ পথে ভারতে যাওয়ার সময় শিশুসহ ৩৫ জন নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোররাতে বেনাপোলের বড়আচড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। ২৬ বিজিবি কমান্ডিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবির সদস্যরা বড়আচড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে শিশুসহ ৩৫ নারী-পুরুষকে আটক করে। তাদের মধ্যে ১৯ জন নারী, ১৪ জন পুরুষ ও দুজন শিশু রয়েছে। তারা চিকিৎসা ও ভালো কাজের আশায় দালালের মাধ্যমে ভারতে যাচ্ছিল বলে দাবি করেছে।জাহাঙ্গীর হোসেন আরো জানান, আটককৃতদের বাড়ি নড়াইল, বাগেরহাট ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। তাদের সবাইকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।অভিযানের সময় দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায় বলে জানান ২৬ বিজিবি কমান্ডিং অফিসার।