1422421235

দৈনিকবার্তা-যশোর, ১৭ মার্চ: যশোরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ৪২ মামলার আসামি ইউনুস আলী (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার পাচবাড়িয়া এলাকার সিনজেনটা ওষুধ কোম্পানির অফিসের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি বোমা, অবিস্ফোরিত বোমার আলামত, দেশিয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে।

যশোর কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই বিধান জানান, ভোররাতে যশোর-মাগুরা মহাসড়কের যশোরের পাঁচবাড়িয়া এলাকায় এক দলডাকাত রাস্তার গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা মুর্হুমুহু বোমা বিস্ফোরণ ঘটায় ও গুলি ছোঁড়ে। প্রায় ১৫মিনিটি চলে এ ঘটনা ঘটে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পরে পুলিশ সেখানে এক ডাকাতের লাশ পড়ে থাকতে দেখে। পুলিশ লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে পুলিশ নিহত ডাকাত ইউনুসের পরিচয় নিশ্চিত হয়। তার বাড়ি কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ অসংখ্য মামল রয়েছে। এসআই বিধান আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত হাত বোমা, বিস্ফোরিত বোমার আলামত, রামদা, ২টি শাবল, ১টি কুড়ালসহ দেশিয় অস্ত্র উদ্ধার করেছে।

এদিকে, যশোরের নয় থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পুলিশের এই অভিযান চলে। জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বিভিন্ন মামলার আসামি। এরমধ্যে অনেকের নামে নাশকাতসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।