untitled

দৈনিকবার্তা-ঢাকা, ১৮ মার্চ: রাজধানীর লালবাগের জগন্নাথ ( জেএন) শাহ রোড এলাকায় এক যুবদল নেতার বাসায় বোমা কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব ও পুলিশ। সেখানে অভিযান চালিয়ে ৭২ ককটেল, দুই কেজি পটাশিয়াম, বিপুল পরিমান স্প্লিন্টার ও বোমা তৈরির সরঞ্জামসহ দুই জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয়। যুবদল নেতার নাম নওয়াজ আলী ভুঁইয়া। তিনি কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তার ছোটভাই মীর শরাফত আলী শপু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এর সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন ‘র‌্যাব ও পুলিশ গতকাল রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেএন শাহ রোডে যৌথভাবে অভিযান চালিয়ে ওই বাড়ির কেয়াটেকার বাদশাহ (৪০) ও দারোয়ান আনিস (৩০) কে বিপুল পরিমাণ বোমা, বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে দুপুরে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ঢাকা মহানগর (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, ‘নওয়াজ এবং শপু দুই ভাই। তারা জেএন রোডের ১৭৮/সি নম্বর বাসার তিন তলায় ভাড়া নিয়ে থাকতেন। ধারণা করা হচ্ছে সেখানে তারা এই বোমা কারখানা পরিচালনা করতেন এবং চলমান অবরোধ-হরতালে নাশকতায় এসব বোমা সরবরাহ করা হতো। আটককৃত ওই বাড়ির কেয়ারটেকার ও দারোয়ান বোমা করাখানার সঙ্গে সম্পৃক্ত কিনা, বা এ সম্পর্কে কিছু জানে কি না তা জ্ঞিাসাবাদে জানা যাবে। নওয়াজ ও শপু এখন পলাতক। তাদেরকে পুলিশ খুঁজছে।